বেশ কয়েক দিন যাবত Hamster Combat নামক এই মাইনিং টি নজরে পড়ছে কেও যদি জেনে থাকেন তাইলে একটু বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম।।
Hamster Combat অলিরেডি কুকয়েনের সাথে কোলাবোরেট করে ফেলেছে এবং আগামী ১৭ তারিখে তাদের টোকেন কুকয়েন প্রি-মার্কেটে লিষ্টিং হবে যেটা আপনি চাইলে এখনি দেখতে পারেন
https://www.kucoin.com/pre-market/HMSTRতারা নিজেরা এনাউন্স করেছে যে এয়ারড্রপ এলোকেশন আসবে প্রফিট পার আওয়ার হিসাবে এবং অন্যান্য কিছু একটিভিটির ওপর। যারা এখনো কিছুই মাইনিং করতে পারেননি, একদিন বা দুইদিনেই প্রফিট পার আওয়ার ২০০কে ক্রস করে ফেলা সম্ভব। আমার প্রফিট পার আওয়ার 550 কে হয়েছে মাত্র। যদি শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। ফ্রি তে যা পাবেন, তাই লাভ।
আমার মন্দ ভাগ্য কেননা আমি রেফার করতে পেরেছিলাম না এজন্য আমার অনেকগুলো কমবো ওপেন হয়নি যার কারণে আমার মোট ব্যালেন্সে কম সংখ্যক টোকেন ছিল। অনেকদিন পর প্রফিট পার আওয়ার এই অনুযায়ী টোকেন বরাদ্দ দেবে এই অ্যানাউন্সমেন্টে পড়ে সামান্য কিছু টোকেন প্রোফিট পার আওয়ারে নিতে পেরেছি। আমার মাত্র এক লক্ষ আশি হাজার টোকেন প্রফিট পার আওয়ারে রয়েছে এবং তিন দিন যাবত আমি কোন প্রকার কম্ব নিচ্ছি না। শুধুমাত্র প্রফিট পার আওয়ারে যা পায় তা দিয়েই কোনরকমে দিন পার করছি। দেখা যাক আল্লাহপাক শেষে আমার কপালে কি রেখেছে। আমি আসলেই কি এয়ার্ডপের যোগ্য হব কিনা এটা নিয়ে সন্দেহ আছে কেননা আমি এখন পর্যন্ত কোন রেফার করতে পারিনি এবং আমি খুব বেশি কমবো ওপেন করতে পারিনি। যদি একাধিক শর্ত দেয় তাহলে আমি খুব সম্ভবত ডিসকোয়ালিফাই হয়ে যাব।