Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 16/06/2024, 10:37:16 UTC
ভালো একটা খবর দিলেন আমি তো এই এনাউন্সমেন্ট লক্ষই করিনি। যাই হোক এখন দেখে আবার মোবাইল নিয়ে বসতে হচ্ছে আমি আমার কিছু পরিচিত লোকদের দেখলাম তারা এই হামস্টার মাল্টি করে রেখেছে মানে তাদের ফ্যামিলি পারসন দেরও দিয়ে এগুলো করাচ্ছে। যাই হোক আজকে এক বন্ধুর সাথে আলাপ হলো হট এবং ব্লাম নিয়ে আমি দুটোই করেছিলাম দেখা যাক কি পরিমান আছে এগুলো থেকে, শুনলাম ব্লাম এর ফাউন্ডার  বাইনান্স এর প্রাক্তন সিইও, আমি কিন্তু CZ এর কথা বলিনি তার আগের প্রাক্তন সিইও এর কথা বললাম।

শুধু এটা না। অনচেইন নামে একটা বট ছিলো, সেটার মাইনিং পিরিয়ড অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট কানেক্ট করার সময় চলছে। ওয়ালেট কানেক্ট করার শেষদিন সম্ভবত আজকেই। যতটুকু ধারনা, অনচেইন ওকেএক্স এ লিষ্টিং হবে এবং বাইনান্সেও হতে পারে। তারা ট্রাষ্ট ওয়ালেটের সাথেও কোলাবোরেশন করেছে যেটা বাইনান্সের আরেকটা প্রোডাক্ট। আর ব্লাষ্ট নেটওয়ার্ক এর ফার্মিং কি আমাদের লোকাল থেকে কেউ করছেন না নাকি?

OLE টোকেন নিয়ে আমার একটা ব্যাক্তিগত মতামত শেয়ার করি। এই টোকেন টা মূলত Districtone এর ন্যাটিভ টোকেন। Districtone এর সকল প্রকার লেনদেন করার জন্য এই টোকেন এর দরকার হয়। যেহেতু ব্লাষ্ট আগামী ২৬ তারিখে তাদের এয়ারড্রপ ঘোষনা করেছে, আমি মনে করি এই সময়ে অনেকেই তাদের Districtone স্পেস এর শেয়ার সেল করে দিবে। যে কারনে, এই টোকেনের প্রাইস হিউজ ডাম্প করতে পারে। এটা হতে পারে বায় করে রাখার একটা মোক্ষম সুযোগ। কারন Districtone বাইনান্স ল্যাব এর ইনভেস্ট করা প্রজেক্ট। সাথে কুকয়েন আছে। সুতরাং এই টোকেন বাইনান্স এবং কুকয়েন দুই যায়গাতেই লিষ্টিং হওয়ার সম্ভাবনা আছে। অন্তত ৫০ ডলারের করে কিনে রাখলে লস হবে না। এটা একান্তই ব্যাক্তিগত মতামত। কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।