Hamster Combat অলিরেডি কুকয়েনের সাথে কোলাবোরেট করে ফেলেছে এবং আগামী ১৭ তারিখে তাদের টোকেন কুকয়েন প্রি-মার্কেটে লিষ্টিং হবে যেটা আপনি চাইলে এখনি দেখতে পারেন
https://www.kucoin.com/pre-market/HMSTRতারা নিজেরা এনাউন্স করেছে যে এয়ারড্রপ এলোকেশন আসবে প্রফিট পার আওয়ার হিসাবে এবং অন্যান্য কিছু একটিভিটির ওপর। যারা এখনো কিছুই মাইনিং করতে পারেননি, একদিন বা দুইদিনেই প্রফিট পার আওয়ার ২০০কে ক্রস করে ফেলা সম্ভব। আমার প্রফিট পার আওয়ার 550 কে হয়েছে মাত্র। যদি শুরু করতে চান, তাহলে শুরু করতে পারেন। ফ্রি তে যা পাবেন, তাই লাভ।
ভালো একটা খবর দিলেন আমি তো এই এনাউন্সমেন্ট লক্ষই করিনি। যাই হোক এখন দেখে আবার মোবাইল নিয়ে বসতে হচ্ছে আমি আমার কিছু পরিচিত লোকদের দেখলাম তারা এই হামস্টার মাল্টি করে রেখেছে মানে তাদের ফ্যামিলি পারসন দেরও দিয়ে এগুলো করাচ্ছে। যাই হোক আজকে এক বন্ধুর সাথে আলাপ হলো হট এবং ব্লাম নিয়ে আমি দুটোই করেছিলাম দেখা যাক কি পরিমান আছে এগুলো থেকে, শুনলাম ব্লাম এর ফাউন্ডার বাইনান্স এর প্রাক্তন সিইও, আমি কিন্তু CZ এর কথা বলিনি তার আগের প্রাক্তন সিইও এর কথা বললাম।
তারা প্রথমে ১২ তারিখ এর কথা বলে kucoin এ এটা শো করে, পরবর্তীতে ১৪ তারিখ আর এখন দেখাচ্ছে ১৭ তারিখ। কিন্তু ১৪ তারিখ থেকে ইতিমধ্যেই Gate.io এর pre-market এ এটার ট্রেড শুরু হয়েছে। দেখা যাক ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। kucoin এর অবস্থাটা আগে দেখি। আর টোকেন কবে দিবে এই বিষয়ে কিছু এখনো জানা যায়নি।
যাক যেহেতু কুকয়েনের সাথে অফিসিয়ালি কোলাবোরেট করে ফেলেছে তাহলে আশা করা যায় ১৭ তারিখে ফ্রি মার্কেটে লিস্টিং হওয়ার খবরটা ফাইনাল। এবং আমি আশা করছি যে অতি শীঘ্রই টোকেন দেওয়ার বিষয়টাও তারা সামনে নিয়ে আসবে।
সাইবার ৭১ সরাসরি হুমকি দিয়েছে Kajal Arifin omi কে যে সে যদি Female 4 থেকে ওই ২ জনকে সরিয়ে না ফেলে তাহলে তারা সাইবার এটাক করবে. Female 4 চলতে দিবে না। আমি মনে করি এইটা উচিত কাজ হইছে। ইজরায়েলের পক্ষে যে কাজ করবে তাকে সকল যায়গা থেকে বয়কট করা উচিৎ। মিডিয়া যগতে এখন মানুষ শিমুল আর ব্যাচেলর পয়েন্ট বোরহান নামের চরিত্রের ব্যাক্তিকে এই কার্যকলাপের পর থেকে।
সাইবার ৭১ কি এ আসলেও হুমকি দিয়েছে?
আর এই ধরনের কোন কিছু করে থাকলেও আমার মনে হয় না বেশি খুশি হওয়ার কিছু রয়েছে কারণ সাইবার ৭১ আরেক সুযোগ সন্ধানী একটি গ্রুপ দেখবেন তারা এসব ইমোশনাল বিষয়গুলোকে নিয়ে বেশি তৎপরতা দেখায় কারণ মানুষের এটেনশন আশা করে ।
আমি ব্যক্তিগতভাবে সাইবার ৭১ পছন্দ করি না এরা হলো চোর, কাজ করে যায় OLD MaxTan আর ক্রেডিট নেয় সাইবার ৭১। তাই ওদের কোন কার্যক্রমে বিশ্বাস করবেন না।