শুধু এটা না। অনচেইন নামে একটা বট ছিলো, সেটার মাইনিং পিরিয়ড অলরেডি শেষ হয়ে গেছে এবং এখন ওয়ালেট কানেক্ট করার সময় চলছে। ওয়ালেট কানেক্ট করার শেষদিন সম্ভবত আজকেই। যতটুকু ধারনা, অনচেইন ওকেএক্স এ লিষ্টিং হবে এবং বাইনান্সেও হতে পারে। তারা ট্রাষ্ট ওয়ালেটের সাথেও কোলাবোরেশন করেছে যেটা বাইনান্সের আরেকটা প্রোডাক্ট। আর ব্লাষ্ট নেটওয়ার্ক এর ফার্মিং কি আমাদের লোকাল থেকে কেউ করছেন না নাকি?
OLE টোকেন নিয়ে আমার একটা ব্যাক্তিগত মতামত শেয়ার করি। এই টোকেন টা মূলত Districtone এর ন্যাটিভ টোকেন। Districtone এর সকল প্রকার লেনদেন করার জন্য এই টোকেন এর দরকার হয়। যেহেতু ব্লাষ্ট আগামী ২৬ তারিখে তাদের এয়ারড্রপ ঘোষনা করেছে, আমি মনে করি এই সময়ে অনেকেই তাদের Districtone স্পেস এর শেয়ার সেল করে দিবে। যে কারনে, এই টোকেনের প্রাইস হিউজ ডাম্প করতে পারে। এটা হতে পারে বায় করে রাখার একটা মোক্ষম সুযোগ। কারন Districtone বাইনান্স ল্যাব এর ইনভেস্ট করা প্রজেক্ট। সাথে কুকয়েন আছে। সুতরাং এই টোকেন বাইনান্স এবং কুকয়েন দুই যায়গাতেই লিষ্টিং হওয়ার সম্ভাবনা আছে। অন্তত ৫০ ডলারের করে কিনে রাখলে লস হবে না। এটা একান্তই ব্যাক্তিগত মতামত। কোনো ফাইনান্সিয়াল এডভাইজ না।
ভাই CertiK এর এয়ার ড্রপ কি এখনো চালু রয়েছে ?
আমি যদি করতে চাই তাহলে কি এখন করতে পারব বা করলে কোন ভাল প্রফিট আর্ন করা যাবে? আপনি না কে যেন এই ড্রপটি শেয়ার করেছিলেন এর জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম
হ্যাঁ ভাই এখনো এই ইয়ার্ডপ চালু রয়েছে এবং আপনি যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই জয়েন হতে পারবেন। এই ইয়ার্ডপটি অনেক ভালো হবে এবং এখান থেকে ভালো অ্যামাউন্ট এর প্রফিট অর্জন করতে পারবেন।
ঈদ মোবারক সবাইকেআজকে মুসলিম কমিউনিটির জন্য দ্বিতীয় আনন্দের দিন। এই দিনের আনন্দ সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক এবং সকলেই আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতে থাকুন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন আপনি যেমন আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবেন আপনার পরিবেশে যারা অনাহারে অর্ধাহারে রয়েছে তাদের মধ্যেও বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন ভোগে নয় ত্যাগেই সুখ।