Bitgate wallet token (BWB) বিটগেটের নির্দিষ্ট টোকেন হলো (BWB). আপনি যেহেতু বিনিয়োগ করতে চেয়েছেন সেহেতু আমি বলব এটাই রিক্স বেশি যদি আপনি টেম্পোরারি কিনতে চান তাহলে আপনি কিনতে পারেন। এর থেকে বেশি কিছু আমি বলতে পারলাম না এটা নিয়ে।
বিটগেট ওয়ালেটের নিজস্ব টোকেন BWB অবশ্যই একটি ভালো বিনিয়োগ টোকেন হবে কেননা এর নিজস্ব ওয়ালেট এই টোকেনের ব্যাকআপ হিসেবে কাজ করবে। যেমন ব্যাকআপ হিসেবে কাজ করেছিল Trust wallet এর নিজস্ব টোকেন TWT. টোকেন দুইটের সিকুয়েন্সের সাথে মিল রয়েছে। তাই আমি আপাতত bwb টোকেনের প্রতি আস্থা রাখতে পারি এবং ভবিষ্যতে অবশ্যই এই টোকেনটি TWT এর মত অনেক বেশি পরিমাণ প্রফিট দিয়ে যাবে।