Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 21/06/2024, 03:30:58 UTC
যাই হোক, বাইনান্সের ওয়েবথ্রি ওয়ালেটের লিস্টা এয়ারড্রপে যারা কাজ করেছিলেন, তারা স্পট একাউন্ট চেক করে দকেহতে পারেন। ৩৬ টা করে লিস্টা টোকেন দিয়েছে যেটার বর্তমান দাম আছে ২৪ ডলারের মতো। এক প্রকার ফ্রিতেই ২৫০০ টাকা ইনকাম হলো বলা চলে। আর বিএনবি ওয়েব থ্রি ওয়ালেটেই ক্লেইম করা যাবে। ৫ ডলার স্টেক করে ২৪ ডলার ইনকাম, খারাপ না।
মাত্রই বাইনান্সের এই মেগা ড্রপ নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাইছিলাম এবং নিজের রেওয়ার্ড জানাতে চেয়েছিলাম, তা দেখে অলরেডি আপনি নিয়ে ডিসকাশন করে বসে আছেন।
আর বইলেন না ভাই আমি শুধু হাফ বি এন বি এর মতন স্টেক করে রেখেছিলাম আমি ওয়েব থ্রী ওয়ালেটে BNB এ ট্রানজেকশন করিনি বলতে গেলে অনেকটা অবহেলা করেছি অন্যদিকে আমার তিনজন বন্ধু এটা করে তিনজনই অ্যারাউন্ড আসি করে টোকেন পেয়েছে। ধারণা করা যাচ্ছে যে লিস্টা এর টোকেনটি ১ ডলার সমপরিমাণ যেতে পারে। আর এদিকে আমি মাত্র দুইটা লিস্টা টোকেন নিয়ে বসে আছি যদিও আমার দুইটা বাইনান্স একাউন্ট ছিল।
আপনি এইটা কোন কথা বললেন ভাই?  আপনি আমার কাছে জানতে চাইছিলেন মেগাড্রপ কিভাবে করবেন সেগুলো একটু বুঝাইয়া দিতে আমি আপনাকে সব কিছু সুন্দর করে একটা একটা করে চিহ্নিত করে বুঝিয়ে দিয়েছি কিন্তু আপনি করেন নাই মিয়া৷ আপনি লস করলেন ভাই। আমি নিজেই তিনটা বাইনান্স দিয়ে করেছিলাম ভালোই পাইছি ভাই। আমার এক ফ্রেন্ড ২১টা করছে সেই কোপ দিসে। আপনি কেনো করলেন না ভাই? বাইনান্সের কোন কিছু মিস না করাই ভালো। এই মেগাড্রপের আগেও  একটা আসছিলো ওটা থেকে ভালোই পাইছিলাম ৪৮$ পাইছিলাম তখন। বাইনান্সের কোন অফার মিস না করাই ভালো ভাই আর মিস কইরেন না এসব।

বাইনান্সে ওয়েব-থ্রি তে আরো একটি এয়ারড্রপ অফার শেয়ার করি যদি পারেন করে রাইখেন ২০-৩০$ আশা করা যাচ্ছে ১$ এর বিনিময়ে। এটা করতে মাত্র ১$ oPbnb লাগে ওয়েবথ্রি ওয়ালেটে। টুইটার কানেক্ট করবেন আর প্রতিদিনের টাস্ক গুলো কম্পিলিট করবেন শুধু তাই হবে।

Binance Web3 X Revox CampingReward $RGT Token

Go To Binance Web3Wallet Click Event Banner

✅Bind Reffer Code: F1OVAY
✅Complete All Task
✅Done

আশা করি যারা করবেন তারা বুঝবেন। আর যদি না বোঝেন তাহলে বলবেন বুঝিয়ে দেবো সমস্যা নেই বাংলা থ্রেডের সকল ভাইয়েরা। ধন্যবাদ সবাইকে।