প্রিয় ভাই ও বোন আপনাদের কাঙ্খিত সময় এসে গিয়েছে বিটকয়েন পিজ্জা ডে উপলক্ষে আয়োজিত কনটেস্ট ২০২৪ এর ফলাফল ঘোষিত হয়েছে।
আর বিজয়ীরা হচ্ছেন।-
গত পাই কনটেস্টে আমি অংশগ্রহণ করেছিলাম, অনেক ভোট পেয়েছিলাম অনেকেই সাপোর্ট করেছিলেন। যাইহোক, এই পিজ্জা কনটেস্টে আমিও অংশগ্রহণ করেছিলাম, আমার বানানো পিজ্জা ভালো হয়েছিলো না, আমি আগেই জানতাম আমার আমি ভোট পাবো না। মনে হয় আমিও কোন ভোট পাই নি, তবুও আমি অনেক হ্যাপি অংশগ্রহণ তো করতে পেরেছিলাম। আমাদের লোকাল থেকে অনেকেই অংশগ্রহণ করেছিলো কিন্তু কেউ বিজয়ী হতে পারে নাই। আল্লাহ তায়ালা তৌফিক দান করলে আগামী বছর ভালো করে পিজ্জা বানিয়ে অংশগ্রহণ করবো।
পিজ্জা কনটেস্ট মনে হয় ২০২০ সালে থেকে হয় যা আমি নিচে দেওয়া কোট করা পোস্ট থেকে ধারনা পেয়েছি, তবে আমি সঠিক জানি না। যাইহোক, এ বছরে পিজ্জা কনটেস্টে সবচেয়ে বেশি ইউজার অংশগ্রহণ করেছিল। এই বছরে ১২৫ জন ইউজার অংশগ্রহণ করেছিলো যার মধ্যে ১১২ জনের পিজ্জা গ্রহনযোগ্য ছিলো। আমি আজকে পিজ্জা ভোটিং কনটেস্টে গিয়া একটা পোস্ট দেখতে পেলাম। ২০২০ সালে থেকে কোন বছরে কোন ইউজার বিজয়ী হয়েছিলো, কে কে বিজয়ী হয়েছিলো তার একটা লিস্ট দেখতে পেয়েছিলাম। এখানে তাই শেয়ার করি, আপনারা দেখতে পারেন কে কোন বছর বিজয়ী হয়েছিলো।
To appreciate the beauty of this contest, I made this tiny recap to assess how the quality of the pizzas improved over the years:
2024 | | - Pizzas: 112
- Votes: 810 from 167 different users
- PrizePool: USD 2,500
|
| |
|
| __________ | ____________________ | ___________________________________ | | 1st | Ale88 | | | | 2nd | Mk-74 | | | | 3rd | GazetaBitcoin | | |
|
2023 | | - Pizzas: 40
- Votes: x
- PrizePool: 15mBTC
- Held on Discord
|
| |
|
| __________ | ____________________ | ___________________________________ | | 1st | Mendace | | | | 2nd | Fillippone | | | | 3rd | Ale88 | | |
|
2022 | | - Pizzas: 46
- Votes: x
- PrizePool: 5mBTC
- Held on Discord
|
| |
|
| __________ | ____________________ | ___________________________________ | | 1st | fillippone | | | | 2nd | Despairo | | | | 3rd | Apocollapse | | |
|
2021 | | - Pizzas: 6
- Votes: 42
- PrizePool: 0.01 BTC
- Held on Discord
|
| |
|
| __________ | ____________________ | ___________________________________ | | 1st | Rikafip | | | | 2nd | Nionio | | |
|
2020 | | - Pizzas: 8
- Votes: 74
- PrizePool: 0.011 BTC
- Held on Discord
|
| |
|
| __________ | ____________________ | ___________________________________ | | 1st | Rikafip | | | | 2nd | Nionio | | |
|
Sorry for my poor formatting skills; I did my best.
Help to accept suggestions for improvements or other data points.