Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 01/07/2024, 18:14:22 UTC
ট্যাপসোয়াপ এতো বড় কমিউনিটি বানানোর পড়েও তারা কি করছে, কি না করছে, সেই ব্যাপারে তেমন কোনো আপডেট বা প্রোগ্রেস দেখা যাচ্ছে না। আমি কিছুদিন আগে ক্রিপ্টো লাইব্রেরীকে বলছিলাম যে ভাই, এটা যে পরিমানে মাইনিং হয়েছে, তারা কি এলোকেশন দিবে, কেউ জানে না। কয়েন দিগুন করার জন্য যে টুন দিয়ে পেমেন্ট নিচ্ছিলো ট্যাপ সোয়াপ, এটা আমার কাছে রেড ফ্লাগ মনে হয়েছে। তাই আমি এটাতে তেমন বেশি সময় দিচ্ছি না। আপাতত অন্যান্য প্রজেক্টগুলোতে সময় দিচ্ছি।
Tapswap যখন TON নিয়ে নিয়ে কয়েন ডাবল করার একটা সুযোগ দিলো ইউজারদের তখন আমার কাছে এটা স্কাম মনে হইছে। এরা অনেক পরিকল্পনা করতেছে ভালো কিছু করার জন্য তবে SOL ওদের বিপক্ষে কথা বলায় প্রথমেই এরা একটা হোচট খেয়ে গেছে। TON এদের সাপোর্ট করছে তবে আমি মনে করছি না যে TON এর সাপোর্টে তারা বেশি দূর পর্যন্ত যেতে পাড়বে। TON প্রায় সকল প্রজেক্টকে সাপোর্ট করতেছে বিশেষ করে যাদের কমিউনিটি বড় যেমন Hamster, catizen, tapswap. TON তাদের চেইনের ইউজার বাড়ানোর জন্য বড় বড় কমিউনিটি ওয়ালা প্রজেক্টের সাপোর্ট করতে শুরু করেছে। এটা TON এর ব্যাক্তিগত লাভের জন্য। আর Tapswap কয়েন ডাবল করার অফার দিয়ে যে TON গুলা হাতিয়ে নিছে সেগুলা ব্যবহার করে টোকেন এক্সচেঞ্জে লিস্ট করতে পারবো। তাই হান্টাররা কিছু প্যামেন্ট পাইতে পারে। তবে এখান থেকে বড় কিছু আশা করা বোকামি হবে।

Quote
শেষ কয়েকদিনে আমি পেমেন্ট পেয়েছি ATH, এবং Blast থেকে। আশা করেছিলাম ব্লাষ্ট থেকে ৫০০ ডলারের বেশি পাবো। কিন্তু পেলাম মাত্র ৩৫০ ডলারের মতো। যেটার দাম কমে এখন ২৫০ ডলারের মতো আছে। যদিও আমি এয়ারড্রপের প্রফিট হোল্ড করা পছন্দ করি। কারন এয়ারড্রপ হান্টারদের ডাম্পিং শেষ হলে কয়েন আবার পাম্প করবে বলে আমি মনে করি।
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।

Quote
নোটঃ এই ফোরামেও আমি নতুন একটা থ্রেড খুলেছি, যেখানে এয়ারড্রপ আপডেট গুলো পোষ্ট করার চেষ্টা করবো। Airdrop updates by Learn Bitcoin
এটা একটা ভালো উদ্যোগ, নিয়মিত আপডেট পেলে সময় মতো কিছু টাস্ক পুরন করে এবং সঠিক সময়ে বিভিন্ন একশন নিয়ে এয়ারড্রপ থেকে শর্টকাটে কিছু ভালো প্রফিট করা যায় যেমন HOT থেকে ৭ দিনের রেফার ইভেন্ট থেকে অনেকে অনেক HOT কালেক্ট করতে পেড়েছে, অনেক এই ইভেন্টের মাধ্যমে নতুন নতুন HOT এ জয়েন করে যতটা HOT কালেক্ট করেছে সে পরিমান hot তারাও মাইন করতে পারেনাই যারা ৩-৪ মাস যাবত এটা মাইন করতেছে।