শেষ কয়েকদিনে আমি পেমেন্ট পেয়েছি ATH, এবং Blast থেকে। আশা করেছিলাম ব্লাষ্ট থেকে ৫০০ ডলারের বেশি পাবো। কিন্তু পেলাম মাত্র ৩৫০ ডলারের মতো। যেটার দাম কমে এখন ২৫০ ডলারের মতো আছে। যদিও আমি এয়ারড্রপের প্রফিট হোল্ড করা পছন্দ করি। কারন এয়ারড্রপ হান্টারদের ডাম্পিং শেষ হলে কয়েন আবার পাম্প করবে বলে আমি মনে করি।
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।
[/quote]
হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন যে যাদের ভালো একটা কমিউনিটি আছে তারা সেখান এয়ারড্রপ শেয়ার করে প্রচুর পরিমানে রেফার জিতে নিচ্ছে এবং ভালো পরিমানে $ আর্ন করতে সক্ষম হচ্ছে। তবে ভাই NOT কয়েন থেকে যে কোপাইছে বলার বাইরে। এরকম খুব কমই দেখেছি ভই এয়ারড্রপ থেকে এক যোগে এত পরিমাণ ইনকাম করছে। আমার এলাকার কথা বলি ভাই নটকয়েন করে এরা এত পরিমাণ কোপাইছিলো যে দোকানে টাকা তোলার ভীড় লেগে গিয়েছিলো। সামনে যে এয়াড্রপ গুলো আসতেছে এগুলো মোটামুটি ভালো ভালো এয়ারড্রপ আসতেছে। আর কিছু দিন এরকম চলবে পরে আবার ড্রাম্প করবে এয়াড্রপ গুলা।
এটা একটা ভালো উদ্যোগ, নিয়মিত আপডেট পেলে সময় মতো কিছু টাস্ক পুরন করে এবং সঠিক সময়ে বিভিন্ন একশন নিয়ে এয়ারড্রপ থেকে শর্টকাটে কিছু ভালো প্রফিট করা যায় যেমন HOT থেকে ৭ দিনের রেফার ইভেন্ট থেকে অনেকে অনেক HOT কালেক্ট করতে পেড়েছে, অনেক এই ইভেন্টের মাধ্যমে নতুন নতুন HOT এ জয়েন করে যতটা HOT কালেক্ট করেছে সে পরিমান hot তারাও মাইন করতে পারেনাই যারা ৩-৪ মাস যাবত এটা মাইন করতেছে।
[/quote]
জ্বি ভাই এটা ঠিক বলছেন আমার এক বন্ধু ৫মাস ধরে হট ক্লেইম করে যে কয়টা HOT জমাইছে গত কয়েকদিনে রেফার করেই তার থেকে বেশি জমাইয়া ফালাইছে অনেকে। আমি কি HOT করতেছেন ভাই? নিয়মিত HOT ক্লেইম কইরেন HOT থেকে ভালো একটা কোপ হতে যাচ্ছে ভাই। আমিও নিয়মিত ৩-৪টা একাউন্ট দিয়ে ক্লেইম করেছি ভাই। HOT এ Solona Case ওপেন করছে এখান থেকে বক্স ওপেন করতে দিবে দেখি কি হয়। আমি তিন তায় ওপেন করার জন্য প্রস্তুত করছি ভাই। HOT, Catizen, Hamster, Blum এগুলো মিস করা যাবে না ভাই এগুলো ভালো হবে মনে হচ্ছে।