Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 02/07/2024, 06:06:58 UTC
এয়ারড্রপ থেকে $৩৫০ প্যামেন্ট পাওয়ার অনেক বড় কিছু। এয়ারড্রপ থেকে তারাই কোপাইতে পারে যাদের অনেক রেফার আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেল /গ্রুপ বা ইউটিউব চ্যানেল গড়তে পেড়েছে ৩০০-৫০০ রেফার যাদের হয় তারা ইচ্ছে মতো কোপায়। আর আমাদের মতো যারা রেফার করতে না পাড়ে তাদের কাছে এয়ারড্রপ থেকে ১০০-২০০$ অনেক বড় কিছু।

যদিও আমি চাচ্ছি একটা এয়ারড্রপ কমিউনিটি বানাতে, তবে আমার চেষ্টা তেমন একটা লাভ হচ্ছে না। আমি কোনো প্রকার রেফার ছড়াই ব্লাস্ট থেকে ৩৫০ ডলারের মতো প্রফিট পেয়েছি। এটা আমার কাছে কম মনে হয়েছে কারণ এর পেছনে আমি অনেক বেশি সময় দিয়েছি, আর আমার ইনভেস্ট ১ লাখ টাকার বেশি ছিলো। যদিও এটা ইনভেস্টমেন্ট ছিলো, যদি এক্সপেন্স বা খরচ কতো হয়েছে জানতে চান, তাহলে বলবো আমার হয়তো ১০০ ডলারের মতো খরচ হয়েছে। তবে আমি যে ফিশিং এ পা দিয়েছিলাম, সেটার লস রিকোভার করা জরুরী ছিলো। আমি আগে সমানে এয়ারড্রপে জয়েন করতাম। কিন্তু এখন মনে হচ্ছে নিজের যেটা ভালো মনে হবে, শুধুমাত্র সেই প্রজেক্টেই জয়েন করা উচিৎ। হাতে বেশ কয়েকটা প্রজেক্ট আছে, যেগুলোতে সময় দিচ্ছি আপাতত। তার মধ্যে একটা হলো লেয়ার থ্রি! আশা করি ভালো প্রফিট দিবে।