আমার একটা জিনিস মাথায় ডুকছে না নতুন একাউন্টের পোস্ট এবং পুরাতন একাউন্ট এর পোষ্টের একটিভিটি সেম ভাবে বাড়ে না কেন? পুরাতন একাউন্ট দিয়ে পোস্ট করলে দেখা যায় সাথে সাথেই এক্টিভিটি বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে। কিন্তু আমারটা বাড়ে না এজন্য একটা পোস্ট দেখেছিলাম যে 14 দিন পরে পরে এটা আপডেট হয় কিন্তু এমনটা হওয়ার কারণ কি নতুন অ্যাকাউন্টের এক্টিভিটি কম বারে কিন্তু পুরাতন একাউন্ট গুলো দেখা যায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যে এক্টিভিটি বেড়ে যায়। কেন এরকমটা হয় একটু কেউ বলবেন।
যদিও আমি আপনার পুরাতন একাউন্ট এবং নতুন একাউন্টের কথাটি বুঝলাম না। তার পরেও এখানে একটা গণিতের খেল রয়েছে। পোস্ট এর লিমিট এর উপরে। আমি একটু ঘাটাঘাটি করে যেটি পেলাম থেমাস এর এই সূত্রটি একটু ভাল করে দেখে নিন হয়তো বুঝে যাবেন-
The activity number is determined in this way:
time = number of two-week periods in which you've posted since your registration
activity = min(time * 14, posts)
কোন এক বড় রিপোর্টেবল ইউজার এর আরেকটি টেবিল দেখেছিলাম অনেক আগে কিন্তু সেটা এখন খুঁজে পাচ্ছি না অবশ্য আমি ইতিমধ্যেই খুজতেছি যদি পাই এখানে এডিট করে বসিয়ে দেবো। হয়তো সেটা দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। কেন অ্যাক্টিভিটি বাড়ছে না।