প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [20]
আপনাকে আবারো ধন্রবাদ মাসের শুরুতেই পরিশ্রম করে এই পোষ্টটি করার জন্য। যেহেতু গ্রাফ বানাতে হয়, তথ্য কালেক্ট করতে হয়, তাই প্রচুর সময় নেয় একটা পোষ্ট লিখতে গিয়েই। যাই হোক, আবারো মাত্র ২০ পোষ্ট করেই আমাদের লোকাল কমিউনিটির প্রথম স্থানে আমি! নতুনরা ভালো করছে, তবে আপনি নিজেই তেমন একটা একটিভ হচ্ছে না। আপনার যেরকম কোডিং স্কিল আছে, আমার সেরকম থাকলে নতুন নতুন জিনিস বানাইতাম আর পোষ্ট করতাম।
আচ্ছা বুল রানের নামে কি ক্রিপ্টো মার্কেট আমাদের মূলা ধরিয়ে দিচ্ছে নাকি? বিটকয়েনের দাম ঘুরে ফিরে ৬০-৬৫ এর ভেতরেই আছে, আর ইথেরিয়াম ৩০০০ থেকে ৩৫০০ এর ভেতরেই আছে মাঝখানে যারা অল্টকয়েনে ফান্ড মুভ করেছিলো, তাদের বেশিরভাগের পোর্টফোলিও তে লালবাতি জ্বলে আছে। অল্টকয়েনে আমি ১০০% এর চেয়েও বেশি পরিমানে ডাউন। কোন ধান্দায় যে বিটকয়েন সেল করছিলাম জানি না।