Post
Topic
Board Other languages/locations
Re: জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
by
Ricardo11
on 03/07/2024, 05:03:34 UTC
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৪
কি ব্যাপার ভাই লোক। ১ মাস ভালো পারফরমেন্স করে হাপিয়ে উঠলেন নাকি। (ফান করলাম)
যদিও এ মাসে আমাদের এক্টিভিটি পূর্বের মাসের তুলনায় দুইটা বেশি রয়েছে তবে মেরিটের সংখ্যা প্রায় অর্ধ থেকে নেমে এসেছে। যাইহোক মেরিট এর সংখ্যা অর্ধেকের নামলেও আমি মনে করি আমাদের লোকাল থ্রেডের পোস্টের কোয়ালিটি এর  একটু উন্নতি হয়েছে।
যাইহোক অন্যদের দ্বারা বইতে থাকুক কোয়ালিটি পোস্ট এর সংখ্যা ধীরে ধীরে বাড়তে  থাকুক, কারণ কোয়ানটিটি এর চাইতে কোয়ালিটি এর দাম বেশি। সবার জন্য শুভকামনা
। আর যারা টপ টেনে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইটুকু  এফোর্ড না দিলে হয়তো এইটুকু পারফরমেন্সও আমাদের লোকাল থ্রেডে দেখা যেত না।

না ভাই হাপিয়ে উঠবো কোনো, আমাদের লোকাল বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়া আমাদেরই দায়িত্ব, ১মাস ভালো পারফরমেন্স হয়েছে, এখন সামনের মাসএ আরো ভালো করার চেষ্টা করা উচিত। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমাদের বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমাদের নিজ দায়িত্বএ আমাদের পোস্ট এর কোয়ালিটি আরো ভালো ভাবে মেইনটেইন করতে হবে.

যাই হোক ভাই, যার যার মতো এগিয়ে যান, এবং আমাদের বোর্ড কেউ এগিয়ে নিয়ে যান. আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালো করার চেষ্টা করবো। ধন্যবাদ।..