আজকে একটা নিউজ চ্যানেল থেকে একটা নিউজ পাওয়ার পর সত্যি করে Tapswap এর অফিসিয়াল টেলিগ্রামে ঢুকে দেখি তাদের রোড ম্যাপ এ আরো কয়েক মাস এয়ারড্রোব হান্টারদের টোকেন ডিস্ট্রিবিউশন করার ডেট পরিবর্তন করে দিয়েছে। তাদের আগের এনাউন্সমেন্টে চলতি জুলাই মাসে টোকেন ডিস্ট্রিবিউশন করার কথা ছিল কিন্তু তারা ডিস্ট্রিবিউশনের ডেট Q3(জুলাই, আগস্ট, সেপ্টেম্বর) পিছিয়ে দিয়েছে। এরা যে হারে তালবাহানা শুরু করে দিয়েছে তাতে করে মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতে হবে। হামস্টার কমবাট, Tapswap, Memefi, Blum, Dotcoin এদের কাজ করতে করতে মোবাইলের ডিসপ্লে প্রায় টিপতে টিপতে আধমারা করে ফেললাম। যদি এরা ডিস্ট্রিবিউশন না করে তাহলে মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করব কেমনে।
Tapswap এর এনাউন্সমেন্ট:
https://punchng.com/just-in-again-tapswap-postpones-token-allocation/আমার কাছে এদের হাবভাব ভালো দেখায় না। অনেকটা পল্টিবাজ টাইপ। প্রথমে দেখলাম সোলানাতে লন্চ করবে, পরে তাদের সাথে ভাব করতে না পেরে টন ব্লকচেইনে গেলো। এখন আবার এই কাহিনি। তার উপর আবার কিছুদিন আগে কয়েন ডাবল করার জন্য লোভনীয় অফার দিলো, কথার কথা তাদের ইউজার বেজ যদি ১০ মিলিয়ন হয় তাহলে কত টাকার টন তারা কালেক্ট করছে ভাবেন। যদিও আমি কোনো ইনভেস্ট করিনি, এসবের গ্যারান্টি থাকেনা। ১০ ডলারও পাবো কিনা কে জানে। এয়ারড্রপ সেখানে নাকি আবার টাকা দেয়া লাগবে। যাইহোক যদিও এমন সিস্টেম অন্যদেরও আছে, স্টেক করা। আপনাদের কত কি আছে, আমার ১৫ মিলিয়ন চলে।
অটোক্লিকার ইউজ করেন। হাত দিয়ে করতে করতে দেখবেন, হয় হাত পঙ্গু হয়ে গেছে নয় ডিসপ্লে ফুটো হয়ে গেছে, লল।

দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।