দেখেন এদের কার্যকলাপ, উপরের গোল চিহ্ন স্থানে তারা X2 দিয়ে রেখেছিল ভেবেছিলাম হয়তো 0.5TON দিয়ে বুষ্ট মারলে হয়তো ব্যালেন্স দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু বুস্ট মারার পর ট্যাপ করলে দ্বিগুণ দেয় কিন্তু ব্যালেন্স দ্বিগুণ হলো না তখন থেকে আমার এই প্রজেক্ট এর টিমের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি। আগে করতাম নিয়মিত এখন আর এই ট্যাপে ঢোকা হয় না বলা চলে এক প্রকার বাদ দিয়ে দিয়েছি। আপনার আমরা যতই এসব প্রজেক্ট থেকে আশা করে থাকি না কেন নট কয়েন এর মত কোনো প্রজেক্টই আর পেমেন্ট দেবে না। এরা এভাবেই গোলেমালে কমিউনিটি বাড়িয়ে চলে যাবে। আমরা যারা HMSTR নিয়ে খুব আশায় রয়েছি না দেখবেন শেষে এক ডলার পরিমাণ হয় কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বী রয়েছে। মাত্র এক পারসেন্ট 1% কমিউনিটিতে দেবে মানে 10বিলিয়ন থেকে ১% মানে ১০ কোটি টাকা দেবে তাহলে ধরে নিন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি মানুষ এই প্রজেক্টে কাজ করেছে তাহলে কি পরিমান প্রজেক্টে থেকে পেমেন্ট পাবে একবার ভেবে দেখুন।
শুধু আপনি নয় আপনার মত লক্ষ লক্ষ ইউজার আপনার আমার মত টন দিয়ে বুস্ট করে নিয়েছে এতে করে কি পরিমান ডলার তারা জনগণের কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা একবার কল্পনা করে দেখুন। তবে যদি প্রজেক্ট এর টিম সৎ হয়ে থাকে তাহলে এই টাকা দিয়ে তারা এক্সচেঞ্জ লিস্ট করবে। আর যদি সৎ না হয়ে থাকে তাহলে এভাবে ডেট চেঞ্জ করতে করতে মার্কেট থেকে উধাও হয়ে যাবে। তবে এরকম পরিস্থিতি যেন না আসে তারা যেন এক্সচেঞ্জ লিস্ট করে আমাদের কিছু পেমেন্ট দিয়ে দেয়।
যারা টন বুস্ট করে ব্যালেন্স দ্বিগুণ করার চেষ্টা করেছিল এই আশায় যারা বুস্ট করেছিল তারা আসলেই বোকা বলে আমি মনে করি। কারণ দেখতেছে যে এই প্রজেক্টের ফিউচার নাই কিছুই নাই ধরতে গেলে অন্যের নামের উপর ভর করে চলতেছে এইখানে কেউ বুস্ট করার মত মন মানসিকতা কাদের থাকে যারা কিছু বুঝে না এই সম্পর্কে তারা এগুলো করছে। আর যারা এগুলা করছে তারা অবশ্যই লস করেছে। Tapswap এর কোন ভবিষ্যৎ নাই ভাই এটা আগেই বুঝেছিলাম।এদের কমিউনিটি এতটা বড় হয়েছে যে তারা এখনো এটা নিয়ে সামনের দিকে কোন কিছু কল্পনা করতে পারছে না তাহলে বুঝেন এরা সামনে আর কি করবে এদের দ্বারা কোন কিছু আশা করাটাও মনে হয় এখন একটা বোকামি।