Certik skynet quest Airdrop, হ্যাঁ আপনারা এটা একটু কষ্ট হলে করে রাখুন কেননা এই প্রজেক্ট অনেকটা শিউরিটি অর্জন করেছে এবং আমাদেরকে পেমেন্ট করবে। তবে খুব তাড়াতাড়ি পেমেন্ট করবে না তাদের রোডম্যাপ অনুযায়ী চলছে। তাই যারা করে রাখেননি এখনো সময় আছে করে রাখুন তা না হলে পরবর্তীতে একটু একটু আফসোসের বিষয় হয়ে থাকতে পারে।
এইটা দেখলাম প্রশ্নোত্তর পর্ব। ৭ পেজ , আট পেজ তথ্য দেওয়া থাকে সেখান থেকে নৈব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে হয়। ভুল হলে একটি করে জীবন শেষ হয়ে যায়। আমি এগুলোর যদি উত্তর থাকে তাহলে সে উত্তরগুলো কোথায় পাব একটু কেউ যদি বলতেন তাহলে আমার অনেক উপকার হত। আপনারা কিভাবে উত্তর দেন একটু আমাকে একটু সাহায্য করুন।