আমি আমার এক বন্ধুর থেকে এই একাউন্টটি করলাম। সে আমাকে ওয়েবসাইট সম্পর্কে কিছু বলে নাই তার ব্যাস্ততার জন্য। কিন্তু সে আমাকে বলেছে তিনি অবসর সময়ে এই ওয়েবসাইট সম্পর্কে বলবে এবং আমি চাইলে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারি। এই ওয়েবসাইট এর নাম দেখে আমি বুঝতে পারছি এটি বিটকয়েন সম্পর্কে তৈরি করা হয়েছে। এখানে কি ধরনের কাজ করা হয়? আমার এইখানে কাজ কি?
এটা পড়েন আর সিগনেচার ক্যাম্পেইন ইন বিটকয়েন্টক লিখে সার্চ দিন বুঝে যাবেন । আর না বুজলে প্রশ্ন করবেন।
মার্কেটে আবারও ডাম্প দেখা যাচ্ছে সম্ভবত এটা আজকে জার্মানি সরকার এর বিটকয়েন বিক্রি করার জন্যে হয়েছে।
সম্প্রতি তারা 17হাজার বিটকয়েন সেল দিয়েছে। এটার মূল্য প্রায় 951 মিলিয়ন মার্কিন ডলার। এটা লার্জেস্ট লিকুইডেশন ছিল এক দিনের মধ্যে।
German Government sells 17,000 $BTC worth $951 million, its largest single-day Bitcoin liquidation.