Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 09/07/2024, 12:43:35 UTC
''''''' cut.....
এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার কাছে এই প্রজেক্ট একটু ভিন্ন টাইপের মনে হচ্ছে। সবচেয়ে নিম্নমানের একটি সিগনেচার কোড ধারণ করা একটি প্রজেক্ট। তাছাড়া ম্যানেজার কিভাবে পার্টিসিপেন্ট নির্বাচন করলেন এটাও আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না। আমি এই সিগনেচার ক্যাম্পেইনের স্পিডসিট খুঁজেছি অনেক কিন্তু এখন পর্যন্ত ফোরামে স্পিড সিট প্রকাশ করা হয়নি। এই ম্যানেজারকে অনেকবার রিকুয়েস্ট করা হয়েছে ভালো একজন ক্যাম্পেইন ম্যানেজার নিয়োগ করার জন্য তিনি এ কথাও অগ্রাহ্য করেছেন। আমার কাছে প্রজেক্টে বিশেষ করে সিগনেচার ক্যাম্পেইনটি ফেইক মনে হচ্ছে। অলরেডি দুদিন হয়ে গেছে প্রথম সপ্তাহ শেষ হয়েছে অথচ সিগনেচার আপডেট ও স্টেক আপডেট করা হয়নি। মানে বুঝতে পারলাম ম্যানেজার নতুন কিন্তু কোন আপডেট পর্যন্ত দেওয়া হয়নি তাহলে কি বলা যায় প্রোজেক্টের সম্পূর্ণ ফেইক। আপনি খেয়াল করেন ভালো ভালো পার্টিসিপেন্ট থেকে সে কিভাবে কি দেখে পার্টিসিপেন্ট নির্বাচন করলো বুঝতে পারলাম না। কিছু বাউন্টি হান্টার নিয়েছে, কিছু রেড্ড্রাস্ট নিয়েছে, কিছু এমন পার্টি সিপেন্ট নিয়েছে যারা ইথার এড্রেস ও বিটিসি এড্রেস কোনটা তাই চিনে না। তাহলে বোঝেন ম্যানেজার কতটুকু এক্সপার্ট। আমি এই অনভিজ্ঞ ম্যানেজারের কার্যকলাপ নিয়ে বিতর্কিত কিছু বলতে চাই না। আপনি ভালো যা বোঝেন তাই করেন, আপনার ভালো লাগলে সিগনেচার করতে পারেন অথবা খারাপ লাগলে আপনি পরিত্যাগ করতে পারেন।