Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Little Mouse
on 14/07/2024, 07:51:04 UTC
⭐ Merited by LDL (1)
তাহলে কি সরকার কোটা বিরোধী আন্দোলনের  দাবি মেনে না দিয়ে নিজের পতনের দিকে এগিয়ে যাচ্ছে? সরকারের কি এ দাবি মেনে নেওয়া উচিত?  আপনার কি মনে হয়?
আমি কোটা রাখার বিপক্ষে।

তবে, সত্য বলতে আমরা সবাই স্বার্থপর। আমরা আমাদের নিজেদের জন্য আন্দোলন করছি। এমন কাউকে দেখলাম না যারা হিজড়াদের জন্য কোটার কথা বলেছে। এদেশে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিংবা অবহেলিত হিজড়ারা। আমি মনে করি তাদের জন্য আলাদা কোটা রাখা উচিত। মুক্তিযোদ্ধা কোটার কোন প্রয়োজন নেই।
সরকারের পতনের সাথে এই আন্দোলনের কোন সম্পর্ক নেই। সরকার যদি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে তাহলেও এক পক্ষ অসন্তুষ্ট হবে। জনগণ দিয়ে সরকার নির্বাচিত হয় নি যে জনগণের আন্দোলনের তাদের কিছু আসবে যাবে।