প্রথমে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একাধিক পোস্ট করবেন না, এক সারিতে একাধিক পোস্ট করা উচিত নয়। আপনি চাইলে পূর্বের পোস্টে এডিট করে পরের প্রশ্নটা করতে পারতেন। আপনার পোস্ট মডারেটর দেখলে ডিলিট করে পুর্বের পোস্টে যুক্ত করে দিবে। আমি আপনাকে পরামর্শ দিবো আপনি বিটকয়েন টক ফোরামের নিয়ম কানুন গুলো ভালো করে পড়ে নিন। এই থ্রেডের প্রথম পেজে নিয়ম কানুন গুলো দেওয়া আছে, আপনি সেগুলো পড়ে নিবেন।
একটি ক্রিপ্টো বাউন্টি ক্যাম্পেইন কি?

যাইহোক, বাউন্টি ক্যম্পেইনে হলো তাদের কমিনিউটি বৃদ্ধি করা, মানে হলো সোসাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করার জন্য মুলত বাউন্টি ক্যম্পেইনে আনা হয়ে থাকে।
কিভাবে নিরাপদ ক্রিপ্টো বাউন্টি ক্যাম্পেইন নির্বাচন করবো? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে!!😍
আমি এর আগেও একটা পোস্টে বলেছি, বর্তমানে বাউন্টি না করাই ভালো বাউন্টি করে বর্তমানে পেমেন্ট পাওয়া যায় না। যদিও ২-১ টা পেমেন্ট পাবেন, দেখবেন এমবি খরচ উঠবে না, শুধু সময় নষ্ট হবে। এখন কিভাবে নির্বাচন করবেন কোন বাউন্টি ভালো হবে? দেখবেন বাউন্টি ম্যানেজার কেমন, যদি রেপুটেশন মেনেজার না হয় তাহলে সে বাউন্টি করা থেকে বিরতী থাকাই ভালো হবে। বাজেট (escrow) করা আছে কীনা। টোকেন লিস্টেড আছে কীনা।