Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 23/07/2024, 16:13:42 UTC
তো ভাই কি অবস্থা সবার, অনেকদিন পর আবার অবশেষে অনলাইনে আসতে পারলাম। কি একটা দেশের অবস্থা, সেই যে ১৮ তারিখ সকালে সিম কার্ডের নেটওয়ার্ক বন্ধ হল। আমি তো আবার ওয়াইফাই চালাই, ১৮ তারিখ সারাদিন ওয়াইফাই ঠিকই ছিল কিন্তু সন্ধ্যায় ৭:৩০ এর দিকে আবার ওয়াইফাই বন্ধ হয়ে গেল। আমি তো মনে করছি যে ওয়াইফাই অফিসে কাজ করতাছে তাই ১৫-২০ মিনিটের জন্য ওয়াইফাই বন্ধ করছে। কিন্তু 1ঘন্টা যায় 2ঘন্টা যায় তাও ঠিক হয় না। পরে আমার এক বন্ধু আমাকে কল দিল, তাদের কাছ থেকে খোঁজখবর নেয়ার পর জানতে পারলাম যে কোটা আন্দোলনের জন্য সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কি আর করার, ইন্টারনেট ছাড়া মোবাইল বা কম্পিউটার সবই অচল। সেই দিন আবার শুনি যে ইন্টারনেট নাকি 7 দিন পর খুলবো, এ কথা শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল।
ভাই কি করবো খুবই বাজে অবস্থা দেশের আমার জীবনে এরকম অবস্থা দেখিনাই কখনো। 18 তারিখ রাত ৯ টার সময় আমার wifi বন্ধ হয়ে যায় আমি সাথে সাথে অফিসে কল করি কারন আমার সেই দেন কোনো পোস্ট করা হইছিলো না ফোরামে। তারা বললো যে সারা বাংলাদেশেই বন্ধ হয়ে গেছে তবে কবে কখন চালু করা হবে তা কেউ জানে না। আমিতো তখনি চিন্তায় পড়ে গেলাম দেশের যে পরিস্থিতি তাতে নেট চালু হবার কোনো উপায় নেই বললেই চলে। কারন BTCL এ আগুন দেওয়ায় প্রচুর পরিমান ক্ষয়ক্ষতি হয়েছিলো। সেই ভাবে আশায় থাকতে থাকতে আজকে ২০-২৫ মিনিট আগে wifi এর নেট পেলাম। এই ৬ দিন নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে upwork এ ক্লাইন্ট হারিয়েছি, কাজ ঠিক মতো ডেলিভারি না দেওয়ায় খারাপ ফিডব্যাক পেয়েছি। যদিও আজকে তাদের বিষয়টা বিস্তারিত ক্লিয়ার করে বলবো। দেখি তারা মেনে নেয় কি না। এদিকে সিগনেচার প্যামেন্ট পাইনি গত সপ্তাহের। সব মিলিয়ে অনেক বাজে অবস্থা হয়ে গেছে আমি সহ অনেকেরই।

Quote
কোন উপায় না পেয়ে কি করব কিছু বুঝতে পারছিলাম না। সময় কাটানোর জন্য যে পিসিতে কিছু মুভি দেখব তাও কোন মুভি ছিল না পিসিতে। পরে নেট বন্ধ হবার পরের দিন বিকেলে এক পরিচিত কম্পিউটারের দোকানে গিয়ে কিছু মুভি নিয়ে আসলাম। এতদিন সেই মুভি গুলো দেখে দেখেই সময় পার করছিলাম।।। এভাবে চলতে চলতে আজকে অবশেষে ইন্টারনেট খুললো। সেই যে ১৮ তারিখ বন্ধ হল আর আজকে ২৩ তারিখে আবার খুলল, মোট পাঁচ দিন পর অবশেষে আবার আমাদের ফোরামে পুনরায় একটিভ হতে পারলাম। আপনাদের কি অবস্থা সবার ? অফলাইনে দিনকাল কেমন কাটলো ?
ভাই কি আর বলবো যেখানে ১ মিনিট অফলাইনে থাকি না ভাত খেতে বসলেও এক হাত দিয়ে খাই আরেক হাত দিয়ে ফোন চাপি সেখানে পুরো ৫-৬ টা দিন সম্পূর্ণ ইন্টারনেট বিচ্ছিন্ন থাকাটা যে কতটা কষ্টকর তা বোঝাতে পাড়বো না। আমি এই কয়েকদিন শুধু লুডু, মিলিমিলিশিয়া গেম খেলেছি এবং যে বন্ধু বান্ধবের কাছেই মুভি, নাটক পেয়েছি তা শেয়ার করে নিয়েছি এবং সেগুলো দেখে সময় কাটিয়েছি। বিকেলে মাঠে গিয়েছি দেখেছি যে প্রচুর পরিমান পোলাপান খেলতে এসেছে এ যেনো সেই পুরোনো দিন দেখলাম অনেক বছর পর। যেখানে সবাই এখন ফোন আর কম্পিউটার নিয়ে ব্যাস্ত সময় কাটায় সেখানে ফুটবল নিয়ে মাঠে নেমে গেছে অনেকেই। যদিও এই দিনগুলো অনেক কষ্টে কেটেছে তবুও অনেক বছর পর সকল পোলাপানদের একসাথে মাঠে খেলতে দেখার বিষয়টা অনেক ভালো লেগেছে আমি নিজেও খেলেছি তাদের সাথে। সব মিলিয়ে এই কয়েকদিন ইন্টারনেট ছাড়া ভালো এবং খারাপ সব ধরনের মুহুর্তই কেটেছে।