Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 24/07/2024, 15:51:01 UTC
কোন উপায় না পেয়ে কি করব কিছু বুঝতে পারছিলাম না। সময় কাটানোর জন্য যে পিসিতে কিছু মুভি দেখব তাও কোন মুভি ছিল না পিসিতে। পরে নেট বন্ধ হবার পরের দিন বিকেলে এক পরিচিত কম্পিউটারের দোকানে গিয়ে কিছু মুভি নিয়ে আসলাম। এতদিন সেই মুভি গুলো দেখে দেখেই সময় পার করছিলাম।।। এভাবে চলতে চলতে আজকে অবশেষে ইন্টারনেট খুললো। সেই যে ১৮ তারিখ বন্ধ হল আর আজকে ২৩ তারিখে আবার খুলল, মোট পাঁচ দিন পর অবশেষে আবার আমাদের ফোরামে পুনরায় একটিভ হতে পারলাম। আপনাদের কি অবস্থা সবার ? অফলাইনে দিনকাল কেমন কাটলো ?
সকলের কি অবস্থা? কেমন আছেন সবাই?

আমার মনে হচ্ছে দীর্ঘ কয়েকদিন পর আবার জীবন ফিরে পেলাম। সেই ১৮ তারিখের পর থেকে আর অনলাইনে আসতে পারি নাই। কত কষ্ট করে যে এই কয়েকটা দিন কাটালাম তা আমরা সকলেই বুঝতে পারছি। আপনারা কয়েকজনে দেখি আগামীকাল অনলাইনে ছিলেন। আমার এখানে আজকে সন্ধ্যা ৮ টার পর ওয়াইফাই আসছে। এখনো পুরোপুরি নেট চলতেছে না, শুধু একটু একটু চলতেছে।

আমাদের দেশের সরকার নিয়ে আর কি বলবো, আমরা সকলেই জানি আমাদের দেশের সরকার কতটা খারাপ। সেই দাবি মানলো কিন্তু কয়েকজন ছাত্র ভাইয়েদের জীবন চলে যাওয়ার পর। যে ছাত্র ভাইয়েরা মারা গেছেন এর মাঝে অনেকেই গরীব ফ্যামিলির সন্তান ছিলো, সেই ছাত্র ভাইদের টিউশনের টাকা দিয়ে অনেকের সংসার চলে। এমন যাদের সংসার ছিলো, এই ধরনের ফ্যামিলির অনেক ছাত্র ভাই মারা গেছেন এখন তাদের সংসার কেমন করে চলবে? এই কারফিউ মারামারি এতে কাদের ক্ষতি হলো? দিনশেষে যারা দিন এনে দিন খায় তাদের ক্ষতি হলো। যারা সরকারি চাকরি করে তারা বসে বসে বেতন পাবে।

যাইহোক, আমাদের দেশের সরকারের পতন হবে ওই দিন যেদিন সরকার মারা যাবেন। অবশ্যই জুলুমকারীর পতন হবে। এই পৃথিবীতে অনেক শক্তিশালী শাসক ছিলেন তাদেরও পতন হয়েছে। আমাদের দেশের এই সরকারেরও শীগ্রই পতন হবে ইনশাআল্লাহ।