Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Imugen
on 25/07/2024, 09:27:18 UTC

সকলের কি অবস্থা? কেমন আছেন সবাই?

আমার মনে হচ্ছে দীর্ঘ কয়েকদিন পর আবার জীবন ফিরে পেলাম। সেই ১৮ তারিখের পর থেকে আর অনলাইনে আসতে পারি নাই। কত কষ্ট করে যে এই কয়েকটা দিন কাটালাম তা আমরা সকলেই বুঝতে পারছি। আপনারা কয়েকজনে দেখি আগামীকাল অনলাইনে ছিলেন। আমার এখানে আজকে সন্ধ্যা ৮ টার পর ওয়াইফাই আসছে। এখনো পুরোপুরি নেট চলতেছে না, শুধু একটু একটু চলতেছে।


আর অবস্থা ভাই, ইন্টারনেট না থাকার কারণে প্রথম দু একদিন বোরিং লাগছিল,শনিবার বিকেল বেলা বের হয়ে মাঠে গিয়ে যখন দেখতে পেলাম সকলে একসাথে খেলাধুলায় মগ্ন তখন কিছু সময় খেলাধুলা করলাম তখন বেশ ভালই লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহতালা শারীরিকভাবে সুস্থ রেখেছেন।
যাইহোক অবশেষে গত ২-১ দিন যাবত ইন্টারনেট সংযোগ এসেছে যদিও খুব স্ল কাজ করছে। কিন্তু তাতেও মনে হয় না পুরোপুরিভাবে জীবন যাত্রার মান স্বাভাবিক হয়েছে কারণ আবারো ইন্টারনেট সংযোগ দুই তিন দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। যেহেতু আজকে বৃহস্পতিবার সরকারি অফিস গুলো বন্ধ হতে চলেছে শুক্রবার এবং শনিবারে দুদিন ছুটি রয়েছে। এখনও বিভিন্ন সিম কোম্পানির ইন্টারনেট সংযোগ হতে আরো তিন-চার দিন সময় লাগবে এবং সেই সাথে আজ রাতেই বিভিন্ন অজুহাতে বন্ধ হতে পারে বিভিন্ন এলাকার ব্রডব্যান্ড লাইনগুলো। মূলত বাইরের দেশের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য এবং সরকারের দোষগুলো ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের কাছে থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।