Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
HelliumZ
on 26/07/2024, 05:37:20 UTC
আর দেশের অবস্থা না জানতে পারার কারণে অনেক্টটা দম বন্ধ লাগতেসে কি হলো এই স্বৈরাচার সরকার আর কত মানুষের জীবন নিলো।
আচ্ছা না হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে মেনে নিলাম কিন্তু ভাই নিজের এলাকার কথাই বলি। সিরাজগঞ্জের অধিকাংশ মানুষ ভাই একটু ধর্মের প্রতি গুরুত্ব দেয় । কারো যদি সিরাজগঞ্জ জেলা নিয়ে ধারনা থাকে তাহলে সহজেই বুঝতে পারবেন। বাংলাদেশে বর্তমানে ঘটে যাওয়া ছাত্র আন্দোলন সম্পর্কে মোটামুটি সবাই ধারণা রেখেছিল কিন্তু আমার মনে হয় শুধুমাত্র ছাত্রলীগ ও আওয়ামীলীগের মানুষ ছাড়া। ভাই সর্বদা নামাজ পড়ে, টুপি পরা থাকে অনেক সন্মানীয় লোক একটি বেসরকারি কলেজর অবসরপ্রাপ্ত শিক্ষক অথচ সেদিন আমার সাথে তর্ক বিতর্ক হয়েছে।টুপীওয়ালা দাঁড়িওয়ালা মানুষ বলে নাকি এগুলো ছাত্র নয় সব বিএনপি জামায়াতের লোক। ছাত্ররা কখনো শেখ হাসিনার বিরুদ্ধে যাবে না, বিএনপি জামায়াতের লোক এগুলো করছে। আচ্ছা বললাম আপনি দেশের সম্পর্কে অনেক কিছুই জানেন না,বুঝেন না আপনি সরকারের বিরুদ্ধে জীবনেও কথা বলবেন না। আপনার বিবেক কে প্রশ্ন করে দেখুন আপনি ঠিক আছেন কিনা তখন আমাকে বলে তোমার বাবার নাম কি, এতো বেয়াদব হয়ে গেছো , বর্তমান জামানার পোলাপান গুলা সব বেয়াদব। মুরব্বিদের সন্মান দিতে জানে না। আমি বললাম আপনাকে আমি অসম্মান করিনি শুধু উচিত কথা বলছি । এগুলো যদি একজন সন্মানিত মুরব্বির কথা হয় তাহলে মুরব্বিদের সন্মান করার দরকার আছে কি। আমি শুধু এরকম মুরব্বিদের কথা বলছি। উল্লেখ্য যে দাঁড়িওয়ালা টুপি ওয়ালা লোকদেরকে আমি অসম্মান করছি না শুধুমাত্র কিছু লোক দাঁড়ি টুপির সন্মান রাখতে পারে না তাদেরকে ইনডিকেট করছি।