Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
roksana.hee
on 01/08/2024, 06:13:19 UTC

যে জাতি মেধার মূল্য দিতে জানে না সে জাতি কখনোই উন্নতির শিখরে করে পৌঁছাতে পারেনা!  Cry

গর্জে ওঠো আরেকবার বাংলার সকল ছাত্র সমাজ, আমাদের এই ৯ দফা দাবি সফল করতেই হবে, কোটা সংস্কার আন্দোলন করলে চলবে না এখন সারা দেশটাই সংস্কার করতে হবে।

আজকে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুম, গণগ্রেফতার, মিথ্যা ও হয়রানি মামলা দায়ের এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “March For Justice” সফল করতে হবে এবং এই দেশ থেকে হাসিনা হঠাতে হবে।

ছাত্ররা মাঠ ছাড়েনি বরং তারা আরো বহুগুণ শক্তি নিয়ে ফিরে এসেছে অবশ্যই আমাদের বাংলার সকল পেশার মানুষকে এখন আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়ানো উচিত তবেই আমরা এই দেশটি পূর্ণরায় স্বাধীন করতে পারব।





ওরা কি গোটা বাংলাদেশের শিক্ষিত মানুষদের মুখ বন্ধ করে দিতে চায় মুখ সেলাই করে দিয়ে। যতই মুখ সেলাই করুক আর গণহত্যা করুক তারুণ্যের জয় হবেই।

এটা সত্য যে, যে জাতি মেধার মূল্য দিতে জানে না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। আসলেই সারা বাংলাদেশটারই সংস্কার প্রয়োজন। আর সংস্কার যারা করবে সে মেধাবী স্টুডেন্টদের তো সরকার ধ্বংস করে দিচ্ছে। ইনশাআল্লাহ, ছাত্রছাত্রীদের এই রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেবে না, গোটা বাংলাদেশ!

দিন বদলাবে, অবশ্যই বদলাবে! বাঙ্গালীদের জীবনে এক নতুন সূর্য উঠেবেই।

ক্ষমতা ক্ষণস্থায়ী জিনিস, ক্ষমতার শেষ হবেই। আর ক্ষমতা হাতে পেয়ে যারা স্বৈরাচারী হয়ে যায়, তাদের ধ্বংস অনিবার্য। “March For Justice বা জুলাই গণহত্যা” যে নামেই ডাকি না কেন? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের থেকেও এটা কঠিন যুদ্ধ। সেটাই আজ প্রমাণিত হলো, "স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করাই কঠিন!" ছোটবেলায় আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম আর আজ ফলাফল দেখলাম।

তারুণ্যের জয় হোক! তরুণদের রক্ত বৃথা যাবে না। গোটা আমজনতা তোমাদের সাথে আছে।