We now have the quote button active when a topic is locked.

ফোরামের একটা নতুন আপডেট এসেছে। আমাদের অনেক সময় কোনো সোর্স বা প্রমান দেখানোর জন্য কারো পোস্ট quote করতে হয় তখন দেখা যায় যে কিছু কিছু টপিক লক করা থাকে সেখান থেকে কোনো পোস্ট quote করা অনেক ঝামেলার বেপার হয়ে দাঁড়ায়। আমি ম্যানুয়ালি করতে গেছি এমন quote যা করতে অনেক সময় ব্যয় হইছে আবার অনেক সময় ভূল হইছে। বিশেষ করে সেই পোস্ট এর একুরেট টাইম বসাতে পাড়িনি কারন একটা পোস্ট quote করলে যে টাইম ওঠে তা একটা ইউনিক্স টাইমস্ট্যাম্প ফরম্যাট যা আমরা সহজে মেলাতে পারি না।
তাই এই নতুন আপডেটটা ফোরামের সবার জন্য অনেক হেল্পফুল হবে। এখন থেকে Lock Topic এর মধ্যেও quote বাটন পাওয়া যাবে যেখান থেকে খুব সহজে ও দ্রুত একটা লক করা টপিক থেকেও পোস্ট quote করতে পারবেন সবাই।
আপনি যথার্থই কোট করেছেন, তারপরেও জানিয়ে রাখি আমি যে আমি অলরেডি
BPIP এক্সটেনশন মোবাইলে ব্যবহার করার পদ্ধতি নিয়ে একটি টপিক খুলেছিলাম এবং বাংলায় ট্রান্সলেশন করেছিলাম, এবং সেখানে আমি শুধু মোবাইলে ব্যবহার করার পদ্ধতি জানায়নি BPIP এক্সটেনশন এর ব্যবহার বিধি বলে দিয়েছি।
আপনি যদি লক্ষ্য করেন তাহলে BPIP এর অপশন গুলোর মধ্যে দেখতে পাবেন "Quote from locked threads:" এটাকে জাস্ট রাখলেই লক টপিকগুলো থেকেও কোট করা যেত।

তাছাড়া আমি আপনাকে আরো ভালোভাবে জানাই এই অপশনটি আজকে না যদিও অনেকে মনে করতেছে BitcoinGirl.Club আপডেট এর সাথে সাথেই এই ফিচারস টি এড করা হয়েছে কিন্তু বলে দেই theymos এটি ১০ জুন এ এড করেছিল-
Nice! It's a pretty self-contained patch, so I was able to add it fairly easily. I left a warning on the post page, though, since I don't think it was otherwise obvious enough what was going on.