আপনি যথার্থই কোট করেছেন, তারপরেও জানিয়ে রাখি আমি যে আমি অলরেডি
BPIP এক্সটেনশন মোবাইলে ব্যবহার করার পদ্ধতি নিয়ে একটি টপিক খুলেছিলাম এবং বাংলায় ট্রান্সলেশন করেছিলাম, এবং সেখানে আমি শুধু মোবাইলে ব্যবহার করার পদ্ধতি জানায়নি BPIP এক্সটেনশন এর ব্যবহার বিধি বলে দিয়েছি।
আপনি যদি লক্ষ্য করেন তাহলে BPIP এর অপশন গুলোর মধ্যে দেখতে পাবেন "Quote from locked threads:" এটাকে জাস্ট রাখলেই লক টপিকগুলো থেকেও কোট করা যেত।

আমিও এই এক্সটেনশন টা অনেক আগে থেকেই ব্যাবহার করতেছিলাম, যে কারনে আমি আগে থেকেই লক টপিকের পোষ্টগুলো কোট করতে পারতেছিলাম, তাই আসলে এটার অভাব বোধ করিনি কখনো। তবে নতুন নতুন আপডেট যেটা সবার কাজে লাগে, সেগুলো পেলে তো ভালোই লাগে। ফোরামে এমন অনেক কিছুই আছে যেগুলো জানতে হলে আপনাকে বিভিন্ন টুলস গুলো ব্যাবহার করতে হচ্ছে। থার্ড পার্টি টুলস না ব্যাবহার করে যদি সব জানা যাইতো, তাহলে তো ভালো ছিলো। কিন্তু থেমোস বা অন্যান্য কোডারদের এতো সময় নাই যে তারা এগুলো নিয়ে কাজ করবে।
যেমন ধরেন, এক্সটেনশন ব্যাবহার করে আমরা ডিটি পজিশন দেখতে পারি, যেটা ফোরামে ইনবিল্ড থাকা অনেক জরুরী বলে আমি মনে করি। এক্সটেনশন ছাড়া আমরা আসলে জানতেই পারি না যে কে ডিটি মেম্বার, আর কে ডিটি মেম্বার না। এরকম আরো অনেক কিছু আগে যেগুলো নিয়ে কাজ করা সম্ভব।