We now have the quote button active when a topic is locked.

ফোরামের একটা নতুন আপডেট এসেছে। আমাদের অনেক সময় কোনো সোর্স বা প্রমান দেখানোর জন্য কারো পোস্ট quote করতে হয় তখন দেখা যায় যে কিছু কিছু টপিক লক করা থাকে সেখান থেকে কোনো পোস্ট quote করা অনেক ঝামেলার বেপার হয়ে দাঁড়ায়। আমি ম্যানুয়ালি করতে গেছি এমন quote যা করতে অনেক সময় ব্যয় হইছে আবার অনেক সময় ভূল হইছে। বিশেষ করে সেই পোস্ট এর একুরেট টাইম বসাতে পাড়িনি কারন একটা পোস্ট quote করলে যে টাইম ওঠে তা একটা ইউনিক্স টাইমস্ট্যাম্প ফরম্যাট যা আমরা সহজে মেলাতে পারি না।
তাই এই নতুন আপডেটটা ফোরামের সবার জন্য অনেক হেল্পফুল হবে। এখন থেকে Lock Topic এর মধ্যেও quote বাটন পাওয়া যাবে যেখান থেকে খুব সহজে ও দ্রুত একটা লক করা টপিক থেকেও পোস্ট quote করতে পারবেন সবাই।
জিনিসটা সত্যি অনেক বেশি হেল্পফুল, এটি এখন লক টপিক থেকে quote করার কাজ গুলো অনেক টাই সহজ করে দিয়েছে, একদম ১০০/১০০ একটি আপডেট। সত্যি বলতে আমিও এই মাত্র এটি খেয়াল করলাম। এখন থেকে আমরা লক টপিক থেকেও সবকিছু ঠিকঠাক ভাবে উল্লেখ করে প্রমান বা সোর্স তুলে ধরতে পারবো তাও আবার একুরেট টাইম এর সাথে। এটি আসলেই অনেক ভালো একটি আপডেট।