Post
Topic
Board Other languages/locations
Re: ইনশাআল্লাহ আমাদের বিজয় সন্নিকটে এসেছে।
by
Elissa~sH
on 02/08/2024, 18:52:46 UTC
"আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই।" "জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।" রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, তিনি অনেক আগেই লাশের গন্ধ পেয়েছিলেন, কিন্তু আমরা ঠান্ডায় অসুস্থ বাঙালি তখন বুঝতে পারেনি। এখন বুঝতেছে তবুও কিছু তেলবাজ বুঝেনা যে সেও তার কাছে নিরাপদ নয়, ইতিহাস তাই বলে।
ভাই আমরা কি এত সহজে এগুলা বুঝি? আমরা যখন কারো লেখা পড়ি তখন আমরা এগুলো নিয়ে এতটা চিন্তাভাবনা করি না মনে করি একজন লেখক সে তার মনের ভাব প্রকাশ করতেই পারে। তার লেখার সাথে বর্তমান সময়ের অবস্থাটা মিলে গেছে।

ছাত্র সমাজকে দমিয়ে রাখা সম্ভব না বিজয় আসবেই আসবে সামনে। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করুন আপনাদের সহযোগিতায় এখন খুবই বড় একটা অবদান থাকবে।
ছাত্র সমাজ দম্বার পাত্র না এখনো থেমে থাকবে না এদের থামিয়ে রাখা যায় না এরা হচ্ছে টগবগে নওজোয়ান এদের ভিতরে ভয় খুবই কম। তার একমাত্র আল্লাহকে ভয় করে তাছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না এরা। আপনি হয়তো দেখছেন এরা কিভাবে বুক টান টান করে দিয়ে বলে গুলি কর পারলে। এদের ভিতর কোন ভয় নেই এরা আমাদের যা শিক্ষা দিয়ে গেল ভাই যেটা বলে বোঝানো যাবে না। আমরা এদের থেকে শিক্ষা নিলাম আমরা লজ্জিত আমরা নিজেরা বুঝতে পারিনি আগে।