Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Ricardo11
on 06/08/2024, 16:24:48 UTC
আজকে সকালে বিমানবন্দর থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে আটক করেছে সেনাবাহিনী। এই ব্যাক্তির আটকের অপেক্ষায় ছিলাম। মোবাইল ইন্টারনেট / ব্রডব্যান্ড বন্ধ করে অনেক নাটক করছে। ফ্রিলান্সারদের ব্যাপক ক্ষতি করেছে ফ্রিলান্সারা অনেক ক্লায়েন্ট হারিয়েছে। একটানা ৬ দিন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলাম। Game End now.
.
আলহামদুলিল্লাহ, অরে যে আটক করছে এতে আমি খুব খুশি. একটানা ছয় দিন ইন্টারনেট বন্ধ রাখার পর, যাও চালু করছে তাও অর্ধেকেরও কম স্পিডে. মনে হয় 1জি নেটওয়ার্ক দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছিল. মানে নিজের ইচ্ছামত নাটক করছে আর মনে করছিল যে কেউ ওর কিছুই করতে পারবে না. হইল তো এখন সেনাবাহিনীর হাতে আটক. আর ও বিমানবন্দরে কি করতেছিল? হাসিনার মত দেশ ছেড়ে পালানোর চিন্তাভাবনা ছিল নাকি.

বর্তমানে ইয়াং জেনারেশনের প্রতিটি মানুষই ওই প্রতিবন্ধী পলকের উপর ক্ষেপে রয়েছে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার. একটানা ছয় দিন বন্ধ রাখার পর যখন ব্রডব্যান্ডএর মাধ্যমে অকেজো ইন্টারনেট প্রোভাইড করল, যা দিয়ে আমরা কিছুই করতে পারেনি, তখন ওর উপর আরো বেশি রাগ উঠছে, মানে কি আর বলবো, দিবি যখন ভালো ইন্টারনেটই দেয় এমন ইন্টারনেট দিছে যা দ্বারা কোন কিছুই হয় না.

যাইহোক আমি এখন খুবই খুশি যে প্রতিবন্ধী পলক আটক হয়েছে. এখন বুঝুক ঠ্যালা.