Dogs কয়েন bybit এ কখন লিস্ট হবে কেউ জানেন? জানাইলে উপকৃত হবো
Bybit, Gate.io, Bitget এর অফিসিয়াল এনাউন্সমেন্ট অনুযায়ী ২৩ তারিখ ট্রেডিং হবে তবে Binance Launchpool এর পর ট্রেড ওপেন করবে ২৬ তারিখ। তাই এখনো গেরান্টি দিয়ে বলা যাচ্ছে না যে bybit ২৩ তারিখেই Trading open করবে। তারাও আবার তারিখ পরিবর্তন করতে পারেন যেহেতু Binance সিদ্ধান্ত নিয়েছে যে তারা 26 তারিখে ট্রেড চালু করবে।
২৬ তারিখে ট্রেড ওপেন করার আরেকটা অন্যতম কারন হতে পারে ২৬ আগস্ট হচ্ছে আন্তর্জাতিক Dogs Day তাই এই দিনে এটার ট্রেড একসাথে প্রত্যেকটা এক্সচেঞ্জে লিস্ট করার সিদ্ধান্ত হতে পারে। তবে আমি শিওর নই।
যাক অবশেষে যেই DOGs কে মানুষজন স্ক্যাম এয়ারড্রপ বলত সেটিই অন্যান্য সব গুলোর চাইতে দ্রুত আউটপুট দেখালো।
আমার অবস্থা সেম আগের মতন খুব বেশি এফোর্ড দেয়নি এই এয়ারড্রপ এর ক্ষেত্রেও এবং আমার মতন এরকম পাবলিক আরো ছিল যারা এটাকে খারাপ ভেবে বেশি কাজ করেনি। তবে আমার এক বন্ধুকে দেখলাম সে এয়ারড্রপ এ রেফার কিনে পয়েন্ট অর্জন করেছে এবং তার dogs ৩০০কে এর উপরে আছে।
আমি জানতে চাই যে রেফার কিনে কি সিরিয়াসলি প্রফিট করা যায় ? আমার সন্দেহ আছে যে ওইগুলারে আসলেই উইথড্র করতে দিবে কিনা।
বাই দা ওয়ে আরেকটা জিনিস কি কেউ লক্ষ্য করেছেন ?
সকল উইন্ডোজ ভার্সন এর একটা ভালনারেবিলিটি ধরা পড়েছে এবং এটা সিকিউরিটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যাদের এখনো ওল্ডার ভার্সন রয়েছে তারা তাড়াতাড়ি আপডেট করে ফেলুন।
