Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 21/08/2024, 23:49:49 UTC

যাক অবশেষে যেই DOGs কে মানুষজন স্ক্যাম এয়ারড্রপ বলত সেটিই অন্যান্য সব গুলোর চাইতে দ্রুত আউটপুট দেখালো।  
আমার অবস্থা সেম  আগের মতন খুব বেশি এফোর্ড দেয়নি এই এয়ারড্রপ এর ক্ষেত্রেও এবং আমার মতন এরকম পাবলিক আরো ছিল যারা এটাকে খারাপ ভেবে বেশি কাজ করেনি। তবে আমার এক বন্ধুকে দেখলাম সে এয়ারড্রপ এ রেফার কিনে পয়েন্ট অর্জন করেছে এবং তার dogs  ৩০০কে এর উপরে আছে।

আমি জানতে চাই যে রেফার কিনে কি সিরিয়াসলি প্রফিট করা যায় ? আমার সন্দেহ আছে যে ওইগুলারে আসলেই উইথড্র করতে দিবে কিনা।  
যারা নট কয়েন মিস করেছিল তারা মনে প্রানে Hamster Kombat ও Tapswap করেছিল খুব যত্ন করে কিন্তু আজ পর্যন্ত তাদের কোন আপডেট নেই। ফলে অনেকেই Dogs কে এতটা গুরুত্বপূর্ণ মনে করেছিল না যার কারণে এই এয়ার্ডপে যারা মিস করেছে তারা মূলত অভিমান থেকেই মিস করেছে। হয়তো অনেকেই ভেবেছিল আগের দুটো ঘোড়ার ডিম ধরিয়ে দিয়ে এটা আর কি পরিমান টাকা দেবে এজন্যই এখানে কেউ সিরিয়াসলি নিয়েছিল না। আমিও না ফলে সামান্য কিছু dogs পেয়েই খুশি রইলাম। তবে বাইনান্স এক্সচেঞ্জে ডিপজিট করে রেখেছি দেখি অনেকে বলাবলি করছে যে 20000 পরিমান ডগ্স নাকি ফ্রি দেবে।

রেফারের ব্যাপারটা আমি আগে জানতাম না কিন্তু আশেপাশে অনেক পোলাপান ১৫ টাকা পার রেফার নিয়ে ফাটাফাটি কোপ দিয়েছে। তাতে বুঝলাম এগুলোতে কোন সমস্যা হয় না কেননা তাদের কমিউনিটি রয়েছে কেউ যদি রেফার কিনতে চায় তাহলে তাদের কমিউনিটিতে লিঙ্ক ওপেন করে দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে রেফার কমপ্লিট করে দেয়। আমার তো মনে হয় না এতে কোন সমস্যা হওয়ার কথা।