আমি বন্যায় আক্রান্ত নই, কিন্তু আমি ভালো নেই। দেশের এই পরিস্থিতিতে কারো জন্য কিছুই করতে পারছি না। এই মুহুর্তে বন্যা পরিস্থিতি এতোটা খারাপ হয়ে গেছে যে কেউ ইচ্ছে করলেই সেখানে ত্রান নিয়ে যেতে পারবে না। যাওয়ার জন্য অবশ্যই ইন্জিন চালিত নৌকা লাগবে যেটা আমরা ঢাকা থেকে নিয়ে যেতে পারবো না। ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা।
আপনারা আমাদের কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।
এই বাংলা ফোরামের সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মধ্য থেকে কেউ একজন উদ্যোগ নেন যাতে আমরা তহবিল গঠন করে অর্থ সংগ্রহ করে বন্যার্তদের মাঝে সহায়তা দিতে পারি। বাংলাদেশ নতুন সরকার গঠন হয়েছে, তাদের উপরে অনেকটা চাপ যাচ্ছে বিগত সরকারের লুটপাটের কারণে। আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের নিজেদের দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। @ Crypto Library, @Learn Bitcoin ভাইকে বাংলা লোকাল বোর্ডে সব সময় সক্রিয় থাকতে দেখি আপনাদের থেকে কেউ বা আরো মেম্বার রয়েছেন তাদের মধ্য থেকে কেউ যদি অসহায় বন্যার্তদের মাঝে সহযোগিতার জন্য উদ্যোগ নেন তাহলে আমার মনে হয় বোর্ডের সদস্যদের সবাই একমত হবেন।
ভাই আমরা ফান্ডিং নিয়ে আসলে কিছুই করতে পারবো না। আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কোথায় যাবো? ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন।
https://assunnahfoundation.org/donate/flood