Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Ricardo11
on 22/08/2024, 16:15:55 UTC
ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা।
যারা এইরকম বিপদের সময়ে এমন ব্যবহার করছে তাদেরকে ওই পানিতে ডুবিয়ে মারা উচিত, কুত্তারবাচ্চারা স্বাধীন বাংলাদেশে এখনো সেই আগের মতই ব্যবহার করছে. যারা ৮০ হাজার টাকা একদিনে ভাড়া যাচ্ছে তাদেরকে ওইখানেই ধরে পিটিয়ে মারা উচিত এবং বোর্ড তাদের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেদের মতো সবাইকে রক্ষা করতে এগিয়ে যাওয়া উচিত. মানে এই ধরনের মানুষগুলোকে হয় দেশ থেকে বের করে দেওয়া উচিত না হয় সেখানেই গুলি করে মেরে ফেলা উচিত, মানে এমন বিপদের সময় সাহায্যের জন্য এগিয়ে আসার পরিবর্তে তারা সুযোগের সদ্ব্যবহার করছে.
আপনারা আমাদের কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।
লিটল মাউস ভাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য, আমি জানতাম না যে তিনি বর্ডার এলাকায় বসবাস করেন. আমিও ভাইকে গতকাল একটি মেসেজ পাঠিয়েছিলাম টেলিগ্রাম এ, কিন্তু সেটি এখনো তিনি দেখেননি, তিনি টেলিগ্রামে গত 20 তারিখ শেষ এক্টিভ ছিলেন. আমি মন থেকে দোয়া করি যেন আমাদের বড় ভাই আবারও ঠিকঠাক ভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে.

এগুলো সমস্ত কিছু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, পুরোটাই ষড়যন্ত্র করে রাতের বেলায় যখন সবাই ঘুমে রয়েছে তখন বাঁধ খুলে দেওয়া হয়, যাতে বেশিরভাগ মানুষ সেখানেই পানিতে ডুবে মারা যায়. ভারত হলো বাংলাদেশের সব থেকে বড় শত্রু, তারা যেরকম ষড়যন্ত্র করে বাঁধ খুলে দিয়েছে, আল্লাহর কাছে মন থেকে দোয়া করি, যেন আল্লাহর তরফ থেকেই এর থেকেও হাজার গুণ বড় বিপদের গজব তাদের উপর পরে. আমিন.

আল্লাহতালা যেন লিটল মাউস ভাই এর পরিবারকে সহিসালামতে সুস্থ রেখে ফিরিয়ে আনে, এবং তার  বাচ্চারও যেন কোন ধরনের কোন ক্ষতি না হয়, জানিনা ভাইয়ের মতো আরও কত শত পরিবার এই ধরনের বিপদের মুখে রয়েছে এখন. আল্লাহ যেন তাদের প্রত্যেককেই সুস্থ রাখেন এবং এই বিপদ থেকে সবাইকে রক্ষা করুন, আমিন.