আমি বন্যায় আক্রান্ত নই, কিন্তু আমি ভালো নেই। দেশের এই পরিস্থিতিতে কারো জন্য কিছুই করতে পারছি না। এই মুহুর্তে বন্যা পরিস্থিতি এতোটা খারাপ হয়ে গেছে যে কেউ ইচ্ছে করলেই সেখানে ত্রান নিয়ে যেতে পারবে না। যাওয়ার জন্য অবশ্যই ইন্জিন চালিত নৌকা লাগবে যেটা আমরা ঢাকা থেকে নিয়ে যেতে পারবো না। ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা।
এরা কুকুরের থেকেও খারাপ যারা মানুষের এমন বিপদের সময় নিজের আখের গোছানোর চেষ্টায় মগ্ন আছেন। এগুলোর সকল বোট বাজেয়াপ্ত করা হোক। এটা কখনই মানুষ হবে না। দেশের এই পরিস্থিতিতে আমরা ঠিক মতো ঘুমাতে পারছি না আর এরা রমরমা ব্যবসা শুরু করেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দিন এবং এই পরিস্থিকে দ্রুত কাটিয়ে দিক। এগুলো আর সহ্য হচ্ছে না। ভারত সবকিছুই অনেক বেশি বেশি করতেছে।
আপনারা আমাদের কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।
কি বলেন ভাই এর জন্যই তাকে কয়েকদিন যাবত এক্টিভ পাচ্ছি না। বাংলা কমিউনিটি ছাড়াই সে গ্লোবালের অনেক পরিচিত। তার এমন পরিস্থিতির কথা শুনে অনেক খারাপ লাগছে। বিশেষ করে খারাপ লাগতেছে তারা বাচ্চার কথা শুনে সে যথেষ্ট ম্যাচিউর তাই প্রয়োজনে সে ২-৩ বেলা না খেয়ে কাটিয়ে দিতে পারবে কিন্তু ছোট বাচ্চাটা কেমন করবে এগুলো ভাবতেও গায়ে কাটা দিয়ে উঠতেছে। তার জন্য দোআ করি যেনো পুরো পরিবারসহ এমন পরিস্থিতি থেকে দ্রুত উদ্ধার হতে পারে।
কিছু টাকা Donate করেছি, সবাই যার যার অবস্থান থেকে ফাইনানশিয়াল অবস্থা অনুযায়ী এখানে কিছু কিছু করে Donate করেন আপনার ৫০-১০০ টাকা অনেক বড় ভূমিকা পালন করবে এই পরিস্থিতিতে। ৫০-১০০ টাকা প্রতিদিন সবাই অপ্রয়োজনীয় কাজেই নষ্ট করে থাকি আমরা। এই সময় এই টাকাটাও অনেক গুরুত্বপূর্ণ