
ফাইনালী DOGS লিস্টিং হয়ে গিয়েছে। আজকে আমার জন্য খুবই আনন্দের দিন, কারন আমি আজকে আমার জীবনে প্রথম কোন এয়ারড্রপ থেকে পেমেন্ট পেলাম। আমি এয়াড্রপে কাজ করে পুরই হাপিয়ে গিয়েছিলাম। বর্তমানে প্রায় এয়ারড্রপ করা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু Dogs এ কয়েকদিন লগিন করেছিলাম Dogs আমাদের পেমেন্ট করে দিয়েছে।
আসলে ফ্রিতে আমরা বেশ ভালোই প্রফিট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই এয়ারড্রপে কোন কাজ করা লাগে নাই, শুধু প্রতিদিন লগিন করতে হয়েছে। অনেকেই হয়তো আরও বেশি আশা করেছিলেন, ফ্রি তে যা পেয়েছি যা অনেক। যারা হোল্ড করবে তারা হয়তো কিছুটা বেশি দামে সেল করতে পারবেন। তবে ঝুঁকিপুর্ন হবে, যার যার নিজ দায়িত্বে টোকেন হোল্ড করতে পারেন। কে কত প্রফিট করলেন?
আপনাকে অভিনন্দন কিন্তু আমার ক্ষেত্রে DOGS কয়েন খুব কম ছিল তাছাড়া প্রথম দিকে আমি Bybit account উত্তোলন করি ফলে আমার যা টোকেন ছিল ওই পরিমাণ দিয়ে কোন বড় ধরনের অ্যামাউন্ট পেলাম না। অতি নগণ্য কিন্তু তাও আনন্দের মাত্র ৭ ডলার পেয়েছি। বাইনান্সে উত্তোলন করলে হয়তো দশ হাজার অথবা ২০ হাজার টোকেন এক্সট্রা বোনাস পেতাম কিন্তু সেই বোনাস থেকে বঞ্চিত হয়েছে। তবে এই টোকেনটি সামনে বাড়তে পারে কিন্তু আমার ক্ষেত্রে আর কতই বাড়বে তাই যা পেয়েছি সেল দিয়ে দিয়েছি।