Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Wonder Work
on 26/08/2024, 19:12:36 UTC
প্রিয় ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা সময় পার করতেছি যেটা বলার বাহিরে।
আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নিরাপদে আছি। কিন্তু আমাদের দেশটা এখনো ঠিক হয়নি ভাই আমরা এখনো অনেক বিপদের মতো দিয়ে যাইতেছি। দেশটাকে স্বৈরাচার মুক্ত করার পর পড়ি আমরা বন্যায় কবলিত হয়েছি এই সময়টা আমাদের জন্য খুবই খারাপ যাচ্ছে।
Quote
এখানে কি বন্যা কবলিত অঞ্চলের কেউ আছেন? ফেনীর কী অবস্থা এখন কেউ জানেন? আজকে নাকি আবার কাপ্তাই বাদ খুলে দিয়েছে এখন উত্তর অঞ্চলে বন্যা দেখা দিবে। আল্লাহ্ এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুক।
আমাদের এই বাংলা থ্রেডের এক ভাই LM=Little Mouse ভাই বন্যায় কবলিত হয়েছে। ২০ তারিখের পর থেকে তার খোঁজখবর ছিল না আমরা সবাই অনেক চিন্তিত ছিলাম ভাইয়ের কি হলো তার পরিবার নিয়ে নিরাপদ স্থানে আছে কিনা। কিন্তু জানতে পেরেছি যে ভাই এখন ভালো আছেন নিরাপদে আছেন তার ফ্যামিলি নিয়ে।

ফেনীর অবস্থা ভাই ভালো না এটা আমরাও জানি। ফেনীতে বেশিরভাগ ঘর বাড়ি ডুবে গিয়েছে এত পরিমান ডুবে গিয়েছে যে ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে। মানুষজনের খুবই কষ্ট হচ্ছে এবং পশুপাখি যেগুলো তারা লালন পালন করত সেগুলো অনেক ভেসে গেছে এবং মারা গেছে। আমি আজকে এমনও একটা চিত্র দেখেছি যে মানুষ মৃত্যুবরণ করেছে মাটি দেওয়ার জায়গা পাচ্ছে না সেজন্য কলা গাছের ভেলা বানিয়ে সেখানে করে ভাসিয়ে দিয়েছে খুবই দুঃখজনক বিষয়গুলা। আশেপাশের নোয়াখালী এবং কুমিল্লাতে বন্যায় কবলিত হয়েছে কিন্তু সেখান দিয়ে কম বেশি সবাই ত্রাণ বিতরণ করতেছে ফেনীর দিকে বেশি প্লাবিত হওয়ার কারণে শুনলাম ঐদিকে কেউ যেতে পারছে না। আল্লাহ ভালো করে জানে তারা এখন কেমন অবস্থায় আছে। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখে সুস্থ রাখে। এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না আমরা দোয়া করি আমাদের এই খারাপ সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যায়।

আচ্ছা আমাকে কেউ সাহায্য করবেন যদি পারেন একটা বিষয়ে। আমার Telegram একাউন্টটি পারসোনাল নাম্বার দিয়ে খোলা আমার ফোনে ব্যবহার করি। অনেকদিন আগে আমার একটা বন্ধু ফোনে (Log In) করছিলাম কিন্তু পরে (log out) করে দিয়েছিলাম। এখন এমন হইছে তারফোনের ডায়াল কলে যাদের যাদের নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা এবং ব্যবহার করে তাদের সকল টেলিগ্রাম একাউন্ট আমার টায় সো করে। এটা নিয়ে কি কোন সমস্যা হবে কিনা? এবং আমরা ফোন দিয়ে যদি Unknown নাম্বারে যদি কোন সময় কল দেই তখনো দেখি সে নাম্বারের টেলিগ্রাম আসে আমার  Telegram এ। এই বিষয়টা আমার খুবই বিরক্ত লাগে। আজকে এগুলো বন্ধ করা যায় কিভাবে এটা নিয়ে YouTube এ টিউটোরিয়াল খুজলাম প্রোপার গাইড লাইন পেলাম না। আপনারা যদি কেউ জানেন টেলিগ্রামের এটা কিভাবে বন্ধ করা যায় তাহলে জানাবেন বা একটু বলে দিবেন বাঙালি ভাইয়েরা। আশা করি আমার উওর পাবো আপনাদের কাছে।


আপনার টেলিগ্রাম যে আপনার বন্ধুর ফোনের লগইন করেছিলেন সেজন্য যে তার ফোনে ডায়াল নাম্বার গুলো আপনার টেলিগ্রাম শো করে এটা কোন সমস্যা হবে না। টেলিগ্রাম এরকম একটা সিস্টেম যেটা ফোনে থাকলে ফোনের কল নাম্বার থাকে ওগুলোতে যদি কোন টেলিকম আইডি খোলা থাকে এবং নতুন করে যদি টেলিগ্রাম আইডি কেউ খুলে তাহলে এটা নোটিফিকেশন আকারে আসে সেজন্য বুঝা যায় একাউন্ট খুলেছে। তবে এগুলো নিয়ে কোন সমস্যা হয় না আর কি। আপনি যেহেতু বলতেছেন আপনার জন্য এই বিষয়টা বিরক্ত লাগে ডিলিট করে করে পরিষ্কার করতে হয় সেহেতু এটার জন্য সহজ একটা উপায় বলে দিচ্ছি। এটা করলে আপনি আর ওরকম নোটিফিকেশন পাবেন না আপনি বিরক্ত হবেন না।

যেমন:
১: আপনি আপনার Telegram একাউন্টে চলে যাবেন।

২: থ্রি ডট মেনুতে যাবেন সেখানে অনেকগুলো মেনু নিচে নিচে দেখতে পাবেন।

৩: অনেকগুলো মেনু থেকে Settings এ যাবেন।

৪: Settings এ আসার পর (Privacy and Security) এটায় যাবেন।

৫: (Privacy) তে আসার পর অনেকগুলো মেনু পাবেন সেখান থেকে আপনি একবারে নিচের দিকে চলে আসবেন। সেখানে (Contracts) পাবেন।

৬: Contracts এ থেকে (Sync Contracts) এটা বন্ধ করে দিবেন এবং (Suggest Frequent Contract) এটাও বন্ধ করে দিবেন।

(আপনার কাজ শেষ, আশা করি আপনি আমার সহজ ভাষায় বলা কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ)
Wonder Work