আমি
আস-সুন্নাহ ফাউন্ডেশন এ আমার সামর্থ্য অনুযায়ী ডোনেট করে যাচ্ছি তবে যদি আমাদের এই btt ফোরামের বাংলা কমিউনিটি থেকে কেউ এমন খবর জেনে থাকে যে কোনো যায়গায় মানুষ ত্রান পাচ্ছে না অনেক কষ্টে দিন পাড় করছেন এবং সেখানে ত্রান নিয়ে যেতে চায় তাহলে আমি এখানেও ডোনেট করবো সমস্যা নেই।
যদিও আস সুন্নাহ ফাউন্ডেশন অনেক বড় আকারে ত্রান দেয়ার কাজ করছে, তবে যেহেতু ১১ টা জেলা প্লাবিত হয়েছে, এজন্য একটা ফাউন্ডেশনের পক্ষে সব যায়গায় ত্রান বিতরন করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। আমিও আস সুন্নাহ ফাউন্ডেশনেই ডোনেট করেছি। আমরা যারা সেখানে টিম নিয়ে গিয়ে কাজ করতে পারবো না, তারা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আস সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করাকেই সবচাইতে ভালো মনে করেছি।
তবে বন্যায় ত্রান বিতরন করা ছাড়াও বন্যা পরবর্তী কিছু কাজ আছে। কিছু মানুষ তাদের ঘর, ঘরের আসবাব পত্র, গবাদি পশু সহ সব হারিয়ে ফেলেছে। গবাদি পশু আর আসবাব পত্রর কথা বাদ দিয়ে, কিছু মানুষকে অন্তত ঘর নির্মান করে দেয়াটা জরুরী। লিটল মাউস ভাই অলরেডি ফান্ড কালেকশন করা শুরু করেছেন। যারা ডোনেট করতে চান, ওনার সাথে মেসেজ করে ডোনেট করতে পারেন।