এই নিউজ অনুযায়ী, বর্তমানে ১০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো সম্পদধারী ৩২৫ জন এবং ক্রিপ্টো বিলিয়নেয়ার আছেন ২৮ জন। এই তথ্য গুলো নিউজে বলা হয়েছে। হয়তো অনেকেই গোপনীয়তা বজায় রেখে বিনিয়োগ করেছেন, সে তথ্য কেউ জানে না, বিলিয়নেয়ার ও মিলিয়নেয়ার সংখ্যা আরও বেশিও থাকতে পারে। যাইহোক, এই তথ্য গুলো দেখে অবাক হলাম, আমরা যেখানে ক্রিপ্টোতে ১০০০ ডলার বিনিয়োগ করতে ভয় পাই, সেখানে তারা মিলিয়ন /বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। আসলে যারা বিটকয়েনে ব্যাপক পরিমান বিনিয়োগ করেছেন, তারা আগামী কয়েক বছরে ব্যাপক পরিমাণ অর্থ প্রফিট করতে পারবে।
এসব নিউজ আসলে ব্লকচেইন ডাটার ওপর ভিত্তি করে বানানো হয়ে থাকে। আসলে কেউ জানে না মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার কতোজন। এমন হতে পারে এখানের অনেক ওয়ালেটই আসলে কোম্পানিগুলোর এবং এগুলো কারো একক মালিকানা ব্যাক্তিগত সম্পদ না। এই ক্ষেত্রে আমরা সঠিক সংখ্যা বের করতে পারবো না। তাছাড়া এমন অনেকে আছে যাদের কাছে বিলিয়ন ডলারের বিটকয়েন আছে, কিন্তু তারা সেগুলো ভাগ করে বেশ কয়েকটা বিটকয়েন ওয়ালেটে রেখেছে যে কারনে সেই একজনকেই ১০ তা ওয়ালেট ব্যাবহারের কারনে ১০ জন গননা করা হচ্ছে। সঠিক সংখ্যা আসলে কেউ জানে না। এসব নিউজ গুলো আসলে এভারেজ টাইপের।
বাংলাদেশ ক্রিকেট টিপ আরো একটি রেকর্ড করে ফেলার দারপ্রান্তে। বলা যায় না কি হবে।