বাংলাদেশ ক্রিকেট টিম আরো একটি রেকর্ড করে ফেলার দারপ্রান্তে। বলা যায় না কি হবে।
ভাবছিলাম হয়তো আজকেই বাংলাদেশ জয় তুলে নিতে পারে বিশেষ করে ৪২ বলে ৪২ রানের স্কোর করে ফেলেছে। মোটামুটি বলা যায় ওডিআই স্টাইলে খেলা হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খারাপ আবহাওয়া ও লাইটের কারণে একটি সেশন বন্ধ করে খেলায় স্টাম্পিং করা হয়েছে। আগামীকাল যদি আবহাওয়া খারাপ হয়ে যায় এবং কোন সেশন যদি খেলা না হয় তাহলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে। তাই আমি আপাতত কামনা করছি কালকে যাতে ভালো আবহাওয়া থাকে কেননা বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি এই সিরিজ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ কোন একটা দিক দিয়ে বিশ্ব রেকর্ড করবে। অনেক অনেক দোয়া রইল বাংলাদেশ টিমের জন্য যাতে বাংলাদেশ আগামীকাল একটি জয় এনে দিতে পারে।