কেননা বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি এই সিরিজ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ কোন একটা দিক দিয়ে বিশ্ব রেকর্ড করবে।
এই ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ কি সিরিজ জিতবে না?
ভাই কেমন আছেন? বন্যা পরবর্তী অবস্থা কেমন যাচ্ছে ভাই?
বাংলাদেশ প্রথম ম্যাচটা জয়লাভ করেছে তাই এই অবস্থায় যদি ম্যাচ করি থাকতো হয়ে যায় তাহলে এক_ শূন্য ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করবে। তবে এরকম হবে না কালকে শুধুমাত্র লাইট সল্পতার কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। কিন্তু পঞ্চম দিনের শুরুতে লাইট স্বল্পতা থাকার কথা না এজন্য যদি একটি বা দুটি সেশন বাংলাদেশ খেলার সুযোগ পায় তাহলে অবশ্যই জয় নিশ্চিত করে ফেলবে।
Tomato/Tomarket app এই ইয়ার্ডোব প্রজেক্টের কি অবস্থা? স্নাপশোট হওয়ার পর কারো কোন নতুন আপডেট আসছে কিনা একটু জানাবেন। আমার Snapshots হওয়ার পর আমার অ্যাপসে কোন প্রকার নতুন আপডেট আসেনি। কারো নতুন আপডেট এসে থাকলে জানাবেন প্লিজ।
যখন কোন প্রজেক্ট থেকে ডলার রাখতে বলা হয় অথবা আমদানি রপ্তানি করতে বলা হয় তখন আপনি মনে রাখবেন এই প্রজেক্টের মালিকদের কিছু খারাপ উদ্দেশ্য থাকে। একটা ডলার সর্বনিম্ন রাখতে বলছে এর মানে আপনাদের কিছু লোভ দেখিয়ে এই সকল অফার করেছে তাহলে মনে রাখবেন মালিকদের কোন অসৎ উদ্দেশ্য রয়েছে। এখন পর্যন্ত কোন আপডেট আসেনি মানে পুরোটাই একটি প্রতারক চক্র দ্বারা পরিচালিত হচ্ছে বলে মনে হচ্ছে।