আর আমি হলাম এক ধরনের বেহায়া টাইপের মানুষ। এমনিতে টিম হারলে গালি দেউ আর নিজেকে বলি বালের খেলা দেখি। কিন্তু আবার যখন দল ভালো করে, ঠিকই খেলা দেখার চেষ্টা করি, অথবা অন্তত স্কোর জানার চেষ্টা করি। ফ্রি সময় থাকলে হয়তো খেলা দেখা হতো।
একদম ঠিক বলেছেন ভাই, আমার ও সেম কাহিনী, বাংলাদেশ যখন ম্যাচ হেরে যায় তখন ঠিকই বাংলাদেশ দল কে গালাগালি করি, এবং বলি যে আর কোনো দিন বালের বাংলাদেশ এর খেলাই দেখমু না, কিন্তু যখনই বাংলাদেশ এর খেলা হয় তখনি সামান্য একটু হলেও খেলাটি না দেখে থাকতে পারি না. কি এক অদ্ভুত কাহিনী। আমার বন্ধুও তো এর আগে বাংলাদেশ হেরে গেল দেখে বাংলাদেশ এর পতাকাই পুড়ায়া ফেলছে, আর বলছে যে কোনোদিনই বাংলাদেশ এর খেলা দেখবো না, কিন্তু যখনি বাংলাদেশ এর খেলা হয় তখন ঠিকই আবার খেলা দেখতে বসে যায়. অদ্ভুত কাহিনী ভাই.