Tomato/Tomarket app এই ইয়ার্ডোব প্রজেক্টের কি অবস্থা? স্নাপশোট হওয়ার পর কারো কোন নতুন আপডেট আসছে কিনা একটু জানাবেন। আমার Snapshots হওয়ার পর আমার অ্যাপসে কোন প্রকার নতুন আপডেট আসেনি। কারো নতুন আপডেট এসে থাকলে জানাবেন প্লিজ।

একটা আপডেট এসেছে, সেই আপডেট হচ্ছে আপনার Tomarket (TOMATO🍅) অ্যাপ ওপেন করলে দেখতে পারবেন আপনার ব্যালেন্সের নিচে unlock Level থাকবে সেখানে আপনি প্রবেশ করে আপনার লেভেল কত তা জানতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার পজিশন লেভেল পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে লেভেল চাপ দিলে আপনার ব্যালেন্সে থাকা star কেটে লেভেল আপ সম্পূর্ণ হবে। তবে লেভেল আপ না করলেও হবে। যদি আপনার Unlock lavel লেখা থাকে তাহলে আপনি এই এয়ার্ডপ জন্য এলিজাবুল হয়েছেন। তবে অনেকেই বলছিল Bitget wallet,এ নাকি $১ হোল্ডিং করে রাখতে হবে। যারা হোল্ডিং করে রেখেছে তাদেরটাও আনলক লেভেল এসেছে আর যারা ১ ডলার বিডগেট ওয়ালেটে হোল্ডিং করে রাখেনি তাদেরটাও আনলক লেভেল লেখা এসেছে। তবে মোটামুটি সবাই ইলিজাবুল হতে পেরেছে এটাই অনেক ভালো হয়েছে। এই ছিল স্ন্যাপশট নেওয়ার পরবর্তী আপডেট। তবে প্রজেক্ট কেমন হবে এখান থেকে কোন অর্থ পাবো কিনা জানিনা।
আমার কাছে এই প্রজেক্টের বর্তমানে Snapshots দেওয়াটা মোটেই ভালো লাগলো না কেননা আমি ভেবেছি হয়তো এরকম উদ্যোগ নেওয়ার পর হয়তো টোকেন দিয়ে দেবে কিন্তু দেখলাম তারাবো একটু পরে আবার সেকেন্ড Snapshots নিয়ে নেবে এটা আবার কোন ধরনের উদ্যোগ। পরের প্রজেক্টগুলো থেকে পেমেন্ট পেয়েছে অথচ এদের টালবাহানা দেখলে কেমন লাগে। এত বেশি বেশি Snapshots নেওয়া কি দরকার যা অর্জন করেছে তার উপর ভিত্তি করে পেমেন্ট দিয়ে দিলেই তো পারে। যতসব গাধার খাটুনি ঘাটার প্রয়াস।