Post
Topic
Board Other languages/locations
Re: আগস্ট মাসের একটিভিটি ২০২৪
by
Learn Bitcoin
on 04/09/2024, 05:20:56 UTC
নতুন যারা ডিটি1 হয়েছেন       যারা গত মাসে ডিটি1 ছিলেন

theymos প্রতি মাসে যে আপডেট দেয়, সেখানে প্রতি মাসে যারা এলিজিবল হয় তাদের লিষ্ট টা প্রকাশ করে, কারা নতুন এন্ট্রি নেয়, সেটা চেক করে করে দেখা লাগে। তবে আপনার পোষ্ট থেকে সরাসরি বুঝা যায় যে কারা এই মাসে নতুন এড হয়েছে, আর কারা এই বাদ পড়েছে। আপনি কি এটার জন্য কোনো কোড ব্যাবহার করেন? নাকি ম্যনুয়ালি চেক করে করে এখানে পোষ্ট করেন? ম্যানুয়ালি করলে এটা তো একটু টাইম খাওয়া প্রসেস মনে হচ্ছে।

সেপ্টেম্বর মাসের ডিটি1 মেম্বার এর জন্য নির্বাচিত হয়েছেন-127 জন
১২৭ জন মেম্বার ডিটি-১ হওয়ার জন্য যোগ্য ছিল, মানে ডিটি-১ হতে যেসব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো ১২৭ জন ফুলফিল করতে পেরেছে। কিন্তু ডিটি-১ নির্বাচিত হয় ১০০ জন মাত্র, বাকিগুলো বাদ পরে যায়। এইটা র‍্যান্ডম সিলেকশন।
If hundreds of users would be selected in the future, I plan to instead choose a random subset of about 100 eligible users each time.
এই ব্যাপারটা আগে হয়তো শুনেছি, কিন্তু কখনোই খেয়াল করিনি। যেহেতু ফোরামে ডিটি ওয়ান কারা, সেটা তাদের প্রোফাইল দেখে বুঝা যায় না, আমাদেরকে এক্সটেনশন ইউজ করতে হয় অথবা বিপিআইপি চেক করে জানতে হয়। অনেক সময় বিপিআইপি আপডেট হয় অনেক দেড়ি করে। যে কারনে আগের মাসের ডিটি ষ্ট্যাটাস পরের মাসেও দেখাতে থাকে। এজন্য ক্রস চেক করেও কখনো খেয়াল করিনি। ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য ভাই।