Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Imagine
on 04/09/2024, 16:37:20 UTC
(আপনার কাজ শেষ, আশা করি আপনি আমার সহজ ভাষায় বলা কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ)
Wonder Work
Wonder Work ভাই আপনাকে ধন্যবাদ, অনেক বড় একটা উপকার করছেন আমার সমস্যার সমাধান করে দিয়েছেন আপনি। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা আর ভাই আমি আশা রাখবো আপনি এভাবেই ফোরামে আমাদের বাংলাদেশের থেকে সবাইকে সাহায্য করবেন কোন সমস্যা হলে। আপনি যেভাবে বুঝিয়ে দেন বিষয়টা একদম ইজি করে দেন এ বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে।

জি ভাই অনেক ভালো করেছেন আমিও আস সুন্নায় যতটুকু পারি সামর্থের মধ্য দিয়েছি। কিন্তু আমাদের জেলার সদর হাসপাতাল থেকে উদ্যোগ নিয়েছিল যে তারা সবাই যাবে এবং হচ্ছে দুই দিনের জন্য। এবং আমরা আলহামদুলিল্লাহ সেখানে গিয়েছিলাম। আমরা কুমিল্লাতে হাসনাবাদ মনোহরগঞ্জ গ্রামে একদিন থেকেছি। আমরা তাদের চিকিৎসা সেবা দিয়ে প্রাথমিকভাবে যে মেডিসিন গুলো দেওয়া যায় সেগুলো দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে। আর পাশাপাশি কিছু শুকনা খাবারের ব্যবস্থা করে নিয়ে গিয়েছিলাম সেগুলো দিয়েছি। কুমিল্লাতে আমাদের কার্যক্রম শেষ করে আমরা ফেনীতে গিয়েছিলাম। দাগুনভুঁইয়া ফেনীতে একদিন আমরা চিকিৎসা দিয়েছি। আমি মন থেকে অনেক খুশি কারণ আমি সশরীরে গিয়ে সাহায্য করতে চেয়েছিলাম এবং আমি সেটা করতে পেরেছি। আমি সেখানে গিয়েছি এবং অবস্থাগুলো পর্যবেক্ষণ করেছি মানুষ সত্যিই খুবই খারাপ অবস্থায় জীবন যাপন করছে সেখানে। যদি এখন পানির অনেকটা উন্নতি হয়েছে কিন্তু এখন যেটা দেখতে পেয়েছি সেটা হল মানুষের প্রচুর পানি বাহিত রোগ দেখা দিচ্ছে। আমরা যে কয়টা পেশেন্ট দেখেছি সেখানে সবচেয়ে বেশি ছিল চুলকানিধরনিত রোগ। আর সবচেয়ে বেশি ছিল পায়ে তাদের ঘা হয়ে গেছে কিছু কিছু লোকের পায়ে পচন ধরে গেছে এই অবস্থা হয়ে গেছে দেখছি। যাদের এরকম পচন পচন অবস্থা ধরেছে তাদের পা আমরা ড্রেসিং করে দিয়ে সাময়িক কিছু ওষুধ দিয়ে এসেছি। মানুষ কতটা কষ্টে জীবন যাপন করতেছে না দেখলে বোঝা যাবে না। আমরা চিকিৎসা দিতে গিয়ে দেখেছি মানুষের খুবই খারাপ অবস্থা তাদের অবস্থা দেখে আমাদের নিজেদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের কত ভাবে পরীক্ষা নিচ্ছেন এটা বলার বাহিরে। তবে যে পরিমাণ ত্রাণ বন্যা কবলিত এলাকা দিয়ে যাচ্ছে যদি সঠিকভাবে দেয়া হয় তাহলে কেউ না খেয়ে থাকবে না সবার কাছেই খাদ্য পৌঁছে যাবে।

আপনাদের দোয়া আশীর্বাদে আমরা সকল কার্যক্রম শেষ করে বাড়িতে চলে এসেছি ভালো ভাবে। সকলেই বন্যাকবলিত এলাকার মানুষদের জন্য দোয়া করবেন তারা যেন খুব তাড়াতাড়ি এই সব থেকে বের হয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারে।
আর ভাই আপনি বন্যাথোদের যে সাহায্য করতে গিয়েছিলেন এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা ফোরামের মেম্বার হয়ে প্রাউড ফিল করতেছি। আমরা যদিও সশরীরে গিয়ে তাদের সাহায্য করতে পারেননি অন্যভাবে আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু আপনি সশরীরে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং সাহায্য করার চেষ্টা করেছেন এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা ভাই আপনার এই ভালো কাজগুলো যেন আল্লাহ কবুল করে নেন। আমরা সত্যিই খুব খুশি হয়েছি যে আমাদের এইখান থেকেও কেউ একজন গিয়েছিল তোদের পাশে দাঁড়াতে।