Post
Topic
Board Other languages/locations
Re: আগস্ট মাসের একটিভিটি ২০২৪
by
Learn Bitcoin
on 05/09/2024, 04:52:34 UTC
হে হে ব্রো ,, আপনাকে কেন বলব?
আমি বিশাল বড় একটা কোড ইউজ করি এই কোড আমার পার্সোনাল বানানো তৈরি, তাই প্রাইভেসি মেইনটেইন করার জন্য এই বিষয়ে কিছু বলা যাবে না।
 
যাক গা আপনারা তো আমার আপনা ভাই আমার সেই বিশাল স্ক্রিপটি বলে দেই। Grin

Old:"............."
New:"...."
Now let me know who has been removed and new added?


মূলত আমি প্রথমে পাইথন দ্বারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে চেয়েছিলাম তবে ভাবলাম এত সময় কেন এখানে দিব যখন আমার হাতের কাছে ChatGPT বিষয়টা কয়েক সেকেন্ডের মধ্যে করে দিবে।
যদিও এই ধরনের লিস্ট LoyceV ও প্রতি মাসে প্রকাশ করে।

অসাধারন একটা স্ক্রিপ্ট ভাই  Wink
আসলে ChatGPT দিয়ে অনেক কিছুই করা যায়। কিন্তু আমরা সেটা ভালো কাজে ব্যাবহার না করে, পোষ্ট লেখার কাজে ব্যাবহার করে থাকি যেখানে এটা ব্যাবহার করা এলাউ না। আমাদের থ্রেড এর না শুধু, ফোরামের অনেক মেম্বার ChatGPT ব্যাবহার করে নিউট্রাল ট্যাগ খেয়ে বসে আছে। এজন্য ChatGPT এর ব্যাপারে মনে একটা নেগেটিভ ধারনা তৈরী হয়ে গেছে। এটা ব্যাবহার করা মনে হয় ঠিক হবে না। আসলে ব্যাবহার করতে জানলে ভালো যায়গায় ব্যাবহার যে করা যায়, আপনার এসব ব্যাবহার তার প্রমান করে। যাই হোক, আপনার কমিউনিটিতে মেম্বার বাড়ানোর উদ্যোগটা ভালো মনে হয়েছে। নতুন মেম্বার কিছু আসলে কমিউনিটির জন্য ভালো হবে।