Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: আগস্ট মাসের একটিভিটি ২০২৪
by
Crypto Library
on 04/09/2024, 17:43:15 UTC
⭐ Merited by Learn Bitcoin (1)
সেপ্টেম্বর মাসের ডিটি1 মেম্বার এর জন্য নির্বাচিত হয়েছেন-127 জন
১২৭ জন মেম্বার ডিটি-১ হওয়ার জন্য যোগ্য ছিল, মানে ডিটি-১ হতে যেসব ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো ১২৭ জন ফুলফিল করতে পেরেছে। কিন্তু ডিটি-১ নির্বাচিত হয় ১০০ জন মাত্র, বাকিগুলো বাদ পরে যায়। এইটা র‍্যান্ডম সিলেকশন।
If hundreds of users would be selected in the future, I plan to instead choose a random subset of about 100 eligible users each time.
ধন্যবাদ ভাই কারেকশনটি করিয়ে দেওয়ার জন্য।
সত্যি বলতে এখনো পর্যন্ত আমি মনে করতাম theymos মান্থলি যে লিস্ট টা আপডেট করে সেখানে হয়তো যে সংখ্যা ব্যবহার করে এলিজাবেল মেম্বারদের সেটাকেই ভেবে নিতাম প্রতিমাসের ডিটি 1 মেম্বারদের সংখ্যা। এখন কাউন্ট করে দেখলাম ১০০ টা।

আমার পোস্টের বাক্য গুলো অলরেডি একটু চেঞ্জ করে দিয়েছি  Tongue

নতুন যারা ডিটি1 হয়েছেন        যারা গত মাসে ডিটি1 ছিলেন

theymos প্রতি মাসে যে আপডেট দেয়, সেখানে প্রতি মাসে যারা এলিজিবল হয় তাদের লিষ্ট টা প্রকাশ করে, কারা নতুন এন্ট্রি নেয়, সেটা চেক করে করে দেখা লাগে। তবে আপনার পোষ্ট থেকে সরাসরি বুঝা যায় যে কারা এই মাসে নতুন এড হয়েছে, আর কারা এই বাদ পড়েছে। আপনি কি এটার জন্য কোনো কোড ব্যাবহার করেন? নাকি ম্যনুয়ালি চেক করে করে এখানে পোষ্ট করেন? ম্যানুয়ালি করলে এটা তো একটু টাইম খাওয়া প্রসেস মনে হচ্ছে।
হে হে ব্রো ,, আপনাকে কেন বলব?
আমি বিশাল বড় একটা কোড ইউজ করি এই কোড আমার পার্সোনাল বানানো তৈরি, তাই প্রাইভেসি মেইনটেইন করার জন্য এই বিষয়ে কিছু বলা যাবে না।
 
যাক গা আপনারা তো আমার আপনা ভাই আমার সেই বিশাল স্ক্রিপটি বলে দেই। Grin

Old:"............."
New:"...."
Now let me know who has been removed and new added?

মূলত আমি প্রথমে পাইথন দ্বারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে চেয়েছিলাম তবে ভাবলাম এত সময় কেন এখানে দিব যখন আমার হাতের কাছে ChatGPT বিষয়টা কয়েক সেকেন্ডের মধ্যে করে দিবে।
যদিও এই ধরনের লিস্ট LoyceV ও প্রতি মাসে প্রকাশ করে।