Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
LDL
on 08/09/2024, 06:17:00 UTC
⭐ Merited by Ricardo11 (1)


আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি এই ফোরামে ১বছর ৪মাস যাবৎ রয়েছি, এবং আজকে প্রথম আমি একটা সার্ভিস বোর্ড এর স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি, এবং আমার জীবনের সর্ব প্রথম ক্যাম্পেইন আমাদেরই বড় ভাই লিটল মাউস এর ক্যাম্পেইন এ জয়েন হয়েছি। আমাকে এই সুযোগ টি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটল মাউস ভাইকে। আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমার ভাই. এবং ফোরামের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না. দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো এগিয়ে যেতে পারি।
এগিয়ে যান দোয়া করি, আমরাও আমাদের জীবনে প্রথম ইনকামের অনুভূতিটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি খুব অন্যরকম অনুভূতি যা হয়তো দু এক লাইনে বলে প্রকাশ করা যায় না। আমার জীবনে প্রথম সিগনেচার ক্যাম্পেইন ছিল Royse777 ম্যানেজারের ম্যানেজ করা একটি ক্যাম্পেইন। খুব সম্ভবত আট সপ্তাহ চলে এবং আমি আমার প্রথম ইনকামের যে অনুভূতি ছিল তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি প্রথম পেমেন্ট পেয়ে যান তাহলে আপনি যদি আপনার বাবা-মা বেঁচে থাকে তাহলে তাদের জন্য অন্ততপক্ষে কিছু কিনে উপহার দেবেন। প্রত্যেক বাবা-মা তাদের সন্তানের সবকিছুর প্রথম ইনকাম থেকে কিছু আশা করে যা একমাত্র আল্লাহর আরশ থেকে আপনার এ প্রতিদান দেবেন। আপনি আপনার আগামী দিনগুলো সাবলীল ও আনন্দময় কাটুক সেই প্রত্যাশা রইল।