https://www.talkimg.com/images/2024/09/07/BA0JH.pngআলহামদুলিল্লাহ ভাই, আজকে আমি খুবই আনন্দিত। আমি এই ফোরামে ১বছর ৪মাস যাবৎ রয়েছি, এবং আজকে প্রথম আমি একটা সার্ভিস বোর্ড এর স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি, এবং আমার জীবনের সর্ব প্রথম ক্যাম্পেইন আমাদেরই বড় ভাই লিটল মাউস এর ক্যাম্পেইন এ জয়েন হয়েছি। আমাকে এই সুযোগ টি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটল মাউস ভাইকে। আমি আপনার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আমার ভাই. এবং ফোরামের সকলের কাছেই আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না. দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরো এগিয়ে যেতে পারি।
আলহামদুলিল্লাহ বাংলা কমিউনিটির সবাই অনেক ভালো করতেছে। আপনাকে অভিনন্দন জানাই আপনার এই যাত্রা অনেক ভালো হোক। আপনার জন্য দোয়া করি আপনি ক্যাম্পে কিনা ভালোভাবে কাজ করেন। আপনার জন্য খুবই সুখবর এটা যে আপনি একটা কাজে সিলেক্টেড হয়েছেন। প্রথম সপ্তাহে যদি ভালোভাবে কাজ সম্পন্ন করতে পারেন তাহলে সেটা দিয়ে আপনার ফ্যামিলিতে খুশি ভাগ করে নেবেন আশেপাশে যদি কোন অসহায় মানুষ থাকে একটু তাদের সাহায্য করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা ইনকামের পিছনে আমাদের আশেপাশে থাকা গরীবরাও কিছু আশা পেয়ে থাকে। আপনি সকলকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন যদিও অল্প তবুও যতটুকু সম্ভব হয় ততটুকু দিয়ে চেষ্টা করবেন। আপনার খুশিটা সব সময় অটুট থাকুক এই দোয়া করি সব সময়।