স্বাক্ষর প্রচার অভিযান এ জয়েন হইতে পেরেছি.....
প্রথমেই বলে রাখি আমি কিন্তু আপনাকে হেয় করা বা আপনার মজা নেয়া এমন কিছুই করতেছিনা। জাস্ট উপরের কথাটা দেখে আমার মারাত্মক লেভেলের হাসি পাইছিলো। সারাজীবন হেলমেটরে হেলমেট বলে আসলাম আর আপনি মাথারক্ষক বললেন। শুনতেই কেমন জানি লাগে না? স্বাক্ষর প্রচার অভিযান না বলে সিগ্নেচার ক্যাম্পেইন বইলেন।
অভিনন্দন ভাই!
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, আসলে আমি লিটল মাউস ভাইইয়ের কাছ থেকে আলাদা কোনো স্পেশাল বেনিফিট নিচ্ছি না, বরং আমি প্রথম ক্যাম্পাইন এ জয়েন হওয়ার আনন্দ ঠিক কিভাবে উপভোগ করবো ঠিক সেটাই বুজতে পারছিলাম না.....
মাথা খারাপ হয়ে যাচ্ছে তাইনা? কি ভেবে কি করবেন কিছুই বুঝতেছেন না, খুশির ঠেলায় আবার রাস্তাঘাটে দৌড় দিয়েন না। সত্যি কথা বলতে আমাদের সবারই সেম ফিলিংস কাজ করে। এখনো মনে আছে, লাইফে প্রথম যেদিন মেরিট পাইছিলাম একেবারে পাগল হওয়া অবস্থা, কার কাছ থেকে পাইছিলাম সেটাও মনে আছে এখনো। আপনি সৎ পথে চেষ্টা চালিয়ে যান, উপরে উঠে যাবেন স্মুথলি।
Dogs তো মিস করে ফেলছি আমি, শুনলাম Blum নাকি দিবে কিছুদিন পর? কেউ কি করতেছেন?
